বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: বিদেশী প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে চীনে বর্তমানে কার্যক্রম পরিচালনা করছে মাইক্রোসফটের বিং। সম্প্রতি প্রতিষ্ঠানটিকে আগামী সাতদিনের জন্য বিং সার্চে অটো সাজেশন ফিচার বন্ধ করার আহ্বান জানিয়েছে সরকারি একটি সংস্থা। খবর রয়টার্স।
ডিসেম্বরের পর দ্বিতীয়বারের মতো এ ধরনের নিষেধাজ্ঞার মুখে পড়ল বিং। বেইজিং যখন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমে বিধিনিষেধসহ নজরদারি আরোপ করছে তখনই বিষয়টি সামনে এল। গত শনিবার চীনের ইন্টারনেট ব্যবহারকারীরা বিং সার্চে অটো সাজেশন বন্ধের বিষয়টি দেখতে পায়।
চীনের সার্চ সাইটে বিং জানায়, অনুসন্ধানের জন্য বিং বিশ্বব্যাপী পরিচিত একটি প্লাটফর্ম। পাশাপাশি ব্যবহারকারীদের তথ্যপ্রাপ্তিতে ও প্রচলিত বিধিনিষেধ অনুসরণের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। তবে কী কারণে চীনে অটো সাজেশন বন্ধ করা হচ্ছে, সে বিষয়ে বিং বিস্তারিত কিছু জানায়নি। এ বিষয়ে মাইক্রোসফটের কাছ থেকেও আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
গত বছর থেকে চীনে ইন্টারনেট প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমে হস্তক্ষেপ শুরু করে দেশটির নিয়ন্ত্রক সংস্থা। এর মাধ্যমে কনটেন্ট থেকে শুরু করে ব্যবহারকারীদের ব্যক্তিগত নিরাপত্তার বিষয়টিও প্রাধান্য দেয়া হয়। গত আগস্টে বেইজিংয়ের শীর্ষ সাইবার নিরাপত্তা সংস্থা ইন্টারনেট প্লাটফর্মগুলোর অ্যালগরিদম ব্যবহার নিয়ন্ত্রণে খসড়া উন্মোচন করেছিল। চলতি মাস থেকেই চূড়ান্ত আইনটি কার্যকারিতা পায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।