বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : জার্মানির অটোনোমাস মাইক্রো রোবট ডিজাইন অ্যান্ড ম্যানুফ্যাকচারিং ‘ফেস্টো’ (Festo) কোম্পানি এবার তৈরি করেছে উচ্চ প্রযুক্তির বায়োনিক বা রোবটিক মৌমাছি (BionicBee)। যা দেখতে একেবারে মৌমাছির মতো এক ক্ষুদ্র অটোনোমাস ফ্লাইং অবজেক্ট।
এই কৃত্রিম বুদ্ধিমত্তার বায়োনিক-বী এর ওজন মাত্র ৩৪ গ্রাম। এর দৈর্ঘ্য ২২ সেন্টিমিটার এবং ডানার বিস্তার ২৪ সেন্টিমিটার। পাশাপাশি এটি হতে যাচ্ছে বায়োনিক লার্নিং নেটওয়ার্ক দ্বারা তৈরি করা সবচেয়ে ক্ষুদ্র আকারের অটোনোমাস ফ্লাইং অবজেট।
‘ফেস্টো’ কোম্পানি নিজস্ব বায়োনিক লার্নিং নেটওয়ার্কিং সফটওয়্যার সিস্টেম ব্যবহার করে এই ক্ষুদ্র আকারের বায়োনিক বা রোবটিক মৌমাছি (BionicBee) ডিজাইন ও তৈরি করেছে। যা কিনা স্বয়ংক্রিয়ভাবে কোনও অপারেটরের নিয়ন্ত্রণ ছাড়াই এককভাবে কিংবা একটি ফরমেশনে বা ঝাঁকে একসঙ্গে প্রচুর পরিমাণে উড়তে পারে।
এই কৃত্রিম বায়োনিক মৌমাছি প্রতি সেকেন্ডে ১৫ থেকে ২০ বার ডানা ঝাঁপটাতে পাড়ে এবং এটি ১৮০ ডিগ্রি কোণে উড়ে যায়। ক্ষুদ্র আকারের ফ্লাইং অবজেক্টে একটি খুবই হালকা ব্রাশবিহীন মোটর দেয়া হয়েছে। যা সুনির্দিষ্টভাবে নিয়ন্ত্রিত যান্ত্রিক সেটআপের মাধ্যমে এটিকে আকাশে উড়ার সক্ষমতা প্রদান করে।
উচ্চ প্রযুক্তির ক্ষুদ্র মোটরের সাহায্যে এর গতি বৃদ্ধি পাওয়ার সাথে সাথে উইং ফ্ল্যাপিং ফ্রিকোয়েন্সি এবং এটি তৈরি করা লিফটিং ক্যাপাবিলিটি বৃদ্ধি পায়। উইং এর গোড়ায় তিনটি সার্ভোমোটর একটি সুনির্দিষ্ট পদ্ধতিতে এর আকৃতি সামঞ্জস্য করে, নির্দিষ্ট পর্যায়ে উইংস পজিশনের কার্যকারিতা বৃদ্ধি করে এবং নীচ থেকে উপরে উত্তোলন ও এগিয়ে যাওয়ার সক্ষমতা প্রদান করে।
লেখক: সিরাজুর রহমান, সহকারি শিক্ষক, সিংড়া, নাটোর, বাংলাদেশ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।