জনি ডেপের পরিচালনায় বায়োপিক ‘মোদি’

Jony Dep

বিনোদন ডেস্ক : ব্যক্তিগত জীবনের অস্থিরতা সামলে ফের পরিচালনায় নাম লেখালেন জনি ডেপ। প্রায় ২৬ বছর পর নির্মাণ করলেন নতুন ছবি। ফরাসি ভাস্কর ও চিত্রশিল্পী আমাদেও মোদিল্লিয়ানির জীবন ঘিরে নির্মিত হয়েছে এই বায়োপিক। শিরোনাম ‘মোদি’। বন্ধুদের কাছে এ নামেই পরিচিত ছিলেন তিনি। আর প্রথমবারের মতো সিনেমাটি প্রিমিয়ার হতে যাচ্ছে স্পেনের একটি উৎসবে। আগামী মাসে সান সেবাস্তিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে এটি প্রদর্শিত হবে।

Jony Dep

সিনেমাটিতে মোদিল্লিয়ানির ভূমিকায় অভিনয় করেছেন ইতালীয় অভিনেতা রিকার্দো স্ক্যামারসিও। এর আগে যিনি ‌‘জন উইক: চ্যাপ্টার ২’, ‘দ্য বেস্ট অব ইউথ’ ও ‘লোরো’র মতো ছবিতে অভিনয় করে হয়েছেন দর্শক সমাদৃত।

সান সেবাস্তিয়ান ফিল্ম ফেস্টিভ্যালের ‘আউট অব কম্পিটিশন’ বিভাগে প্রদর্শিত হবে মোদি। সিনেমাটি সম্পর্কে অভিনেতা-নির্মাতা জনি ডেপের ভাষ্য, এটা মানবতার গল্প। যেখানে মোদিল্লিয়ানির জীবনের ৪৮ ঘণ্টার কাহিনি উঠে আসবে পর্দায়। নিজের ক্যারিয়ার শেষ করে তাঁর শহর ছেড়ে পালানো এবং তাঁকে পুলিশ ধাওয়া করার গল্পই পর্দায় ফুটিয়ে তুলেছেন ‘পাইরেটস অব ক্যারিবিয়ান’ তারকা।

মোদির ভূমিকায় রিকার্দো স্ক্যামারসিও। ছবি: সংগৃহীত

বুদাপেস্টের বিভিন্ন শহরে হয়েছে মোদি’র শুটিং। এতে রিকার্দো স্ক্যামারসিও ছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন আল পাচিনো, স্টিফেন গ্রাহাম ও আন্তোনিয়া ডেসপ্ল্যাট প্রমুখ।

১৯৯৭ সালে ‘দ্য ব্রেভ’ চলচ্চিত্রের মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন জনি ডেপ। ২০২২ সালে প্রাক্তন স্ত্রী অ্যাম্বার হার্ডের সঙ্গে মানহানির আইনি জটিলতা শেষে তিনি মোদি সিনেমাটির নির্মাণে হাত দেন।

এদিকে, অ্যাম্বার হার্ডের সঙ্গে দীর্ঘদিনের আইনি লড়াইয়ে শেষ পর্যন্ত জিতেছেন ‘ক্যাপ্টেন জ্যাক স্প্যারো’। এই সুখবরের পরই কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছিল জনি ডেপ অভিনীত ‘জ্যাঁ দো বাঘি’ চলচ্চিত্রটি।

সূত্র: ভ্যারাইটি

Powered by atecplugins.com