বিনোদন ডেস্ক : আসছে ঈদে মুক্তির অপেক্ষায় আছে শাকিব খানের ‘তুফান’ ছবিটি। ইতোমধ্যে মুক্তি পেয়েছে সেটির ট্রেলার এবং গান। যা দেখে দর্শকদের মন্তব্য, ‘তুফান’ ঝড়ে উড়ে যাবে ঈদে মুক্তিপ্রাপ্ত অন্য সব সিনেমা।
শুরুর দিকে ছবিটি ঘিরে আলোচনা উঠলেও শেষ মুহূর্তে এসে তুমুল সমালোচনায় রায়হান রাফি পরিচালিত এই সিনেমাটি। শুটিংয়ের নামে বিদেশে অর্থ পাচার, দৃশ্যপট নকল, গান নকল ও অতিরিক্ত রেন্টাল দাবিসহ নানা ধরনের অভিযোগ এ সিনেমার বিরুদ্ধে। শুরুর দিকে ১৫ লাখ টাকা রেন্টাল হাঁকালেও এখন মাত্র ১ লাখ টাকাতেই মিলছে ‘তুফান’, এমনটাই সূত্রের খবর।
ঢাকার আজাদ ও জয়পুরহাটের পৃথিবী সিনেমাহল থেকে পাওয়া তথ্য অনুযায়ী, তারা মাত্র ১ লাখ টাকা রেন্টালে সিনেমাটি চালাচ্ছেন ঈদ উৎসবে। ‘তুফান’ নিয়ে সিনেমাহল মালিকদের অনাগ্রহের কারণে রেন্টাল কমাতে বাধ্য হয়েছেন সিনেমাটির তিন প্রযোজনা প্রতিষ্ঠানের অন্যতম একটি আলফা আই। সিনেমার ট্রেলার ও মেরিট দুর্বলতার জন্যই রেন্টাল কমানো হয়েছে বলে জানা গেছে। আনন্দ সিনেমাহল মাত্র ১ লাখ নয়, ৫০ হাজার টাকায় সিনেমাটি চালাতে আগ্রহী। তাদের দাবি, সিনেমার মেরিট দুর্বল!
এদিকে, ‘তুফান’ নিয়ে অনাগ্রহের কারণে অনেক সিনেমাহল মালিক ‘রিভেঞ্জ’ চালাতে আগ্রহ প্রকাশ করেছেন। শাকিবের সিনেমার রেন্টাল কমলেও রোশান-বুবলীর সিনেমাটির রেন্টাল এগিয়ে রয়েছে। দুটি প্রেক্ষাগৃহ ১২ লাখ টাকার রেন্টালে সিনেমাটি নিলেও বাকি সব প্রেক্ষাগৃহে সর্বনিম্ন রেন্টালে প্রদর্শিত হতে যাচ্ছে ‘তুফান’।
জানা গেছে, একজন গ্যাংস্টারের গল্পে তৈরি হয়েছে ‘তুফান’ সিনেমা। যেখানে উঠে আসবে নব্বই দশকের চিত্র। সে সময়ের এক নামকরা গ্যাংস্টারের কাহিনি নিয়েই এগিয়ে যাবে সিনেমাটির গল্প। যৌথ প্রযোজনার ‘তুফান’-এ যুক্ত আছে দেশের চরকি ও আলফা আই, ভারত থেকে এসভিএফ। শাকিব খান ছাড়াও এই সিনেমায় আরও অভিনয় করেছেন অভিনেতা চঞ্চল চৌধুরী, মাসুমা রহমান নাবিলা, কলকাতার মিমি চক্রবর্তীসহ অনেকেই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।