বিনোদন ডেস্ক : একসময়ের জনপ্রিয় অভিনেত্রী বিপাশা হায়াত। বর্তমানে অভিনয় থেকে দূরে আছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে খুব বেশি সক্রিয় নয় তিনি। তবে সম্প্রতি বিপাশা হায়াতের ফেসবুক পেজ থেকে একের পর এক রাজনৈতিক পোস্ট করা হচ্ছে। বিষয় নিয়ে এবার কথা বলেছেন বিপাশা হায়াত। নিজের অবস্থাত স্পষ্ট করেছেন তিনি।
শনিবার (১০ আগস্ট) বিপাশা হায়াত নামের সেই ফেসবুক পেজ থেকে জাতীয় সংগীত ও নানান বিতর্কিত বিষয় নিয়ে পোস্ট দেয়া হয়েছে। এতে এই অভিনয়শিল্পী বিব্রত ও বিস্মিত। নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রামে স্ক্রিনশট শেয়ার করে বিপাশা লিখেছেন, আমি ফেসবুক ব্যবহার করি না। ইনস্টাগ্রাম হচ্ছে একমাত্র সামাজিক যোগাযোগমাধ্যম, যেখান থেকে আমি আমার ভাবনা ও কর্ম শেয়ার করি।
বিশেষ ধরনের শিশুদের কল্যাণে এবং সমাজসেবামূলক একটি আয়োজনে অংশ নিতে এ মুহূর্তে অস্ট্রেলিয়ার সিডনিতে আছেন অভিনেত্রী। সেখান থেকেই দেশের একটি সংবাদমাধ্যমে বিপাশা বললেন, ফেসবুকে আমার নাম ব্যবহার করে যেসব পোস্ট দেয়া হচ্ছে, সেটি আমি নই। যার কিছুই আমি জানি না এবং এসবের কী উদ্দেশ্য, তা–ও আমার বোধগম্য নয়।
বিপাশা আরও বললেন, আমার নামে অসত্য ফেসবুক কে ব্যবহার করছে, তা আমি জানি না। এটা কার রাজনৈতিক দর্শন, তা-ও আমার জানা নেই। সেটা ভালো কি খারাপ, তা-ও আমার জানার দরকার নেই। কিন্তু এটা বলতে পারি, এসব মোটেও আমার দর্শন না। এই রাজনৈতিক দর্শনও আমার না। আমার নামে কোনো ফেসবুক পেজ নেই। এসব নেতিবাচক প্রচারণার দায় আমার নয়।
লজ্জার সীমা অতিক্রম করে করলেন গৃহবধূ, রিলিজ হলো উল্লুর নতুন ওয়েব সিরিজ
একটা সময় অভিনয় নিয়ে ব্যস্ত থাকলেও এখন অভিনয়ের সঙ্গে যুক্ত নেই বিপাশা। দীর্ঘবছর ক্যামেরার সামনে দাঁড়ান না তিনি। বর্তমানে লেখালেখি ও চিত্রকর্ম—এই দুই মাধ্যমে নিজেকে ব্যস্ত আছেন অভিনেত্রী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।