এবার নতুন পরিচয়ে বিপাশা

bipasa

বিনোদন ডেস্ক : নিজের অভিনয় ও আবেদনময়ী লুকে দর্শকদের মন জয় করেছেন বলিউড অভিনেত্রী বিপাশা বসু। বর্তমানে সিনেমা থেকে দূরে থাকলেও সংসার আর সন্তান নিয়েই সময় কাটছে তার। তার দুই বছর বয়সী মেয়েকে নিয়েই জীবনের সব পরিকল্পনা।

bipasa

তবে এরই মধ্যে নতুন খবর দিয়েছেন তিনি। জীবনের আরেকটি নতুন অধ্যায়ে পা রাখতে যাচ্ছেন। লেখক হিসেবে আত্মপ্রকাশ করবেন তিনি। তবে কোনো গল্প কিংবা উপন্যাস লিখবেন না। নিজের জীবনের স্মৃতিকথা নিয়ে একটি বই লিখবেন তিনি। অভিনেত্রী জানান, সে সকল বিষয় তার জীবনের মোড় ঘুরিয়েছে সেগুলো তুলে ধরবেন এই বইটিতে। এর সঙ্গে পাঠকদের জীবনের মানে তুলে ধরবেন সেখানে।

৬৪ বছর বয়সে শর্টস পরে কটাক্ষের শিকার নীনা

বিপাশা বলেন, আমি জীবনে অনেক উত্থান-পতন দেখেছি। কিন্তু তারপরেও আজ যেখানে রয়েছি, তা সম্ভব হয়েছে জীবনের ইতিবাচক দিকগুলোয় মন দেয়ার ফলেই। এবার সেগুলো আমি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিতে চাই। বিপাশার বইটির নাম চূড়ান্ত না হলেও জানা যায় আগামী বছরে প্রকাশিত হবে এটি। বই প্রকাশের বিষয়ে বিপাশা বলেন, মেয়ের সঙ্গেই বেশির ভাগ সময় কাটাচ্ছি আমি। এর মাঝে বইটি লিখার পরিকল্পনা করলাম। আশা করি আমার বইটি আমার ভক্ত এবং সকল পাঠকদের আকর্ষণ করবে। বইটি পড়ে সবাই নতুন এক বিপাশাকে খুঁজে পাবে।