বিশ্ব ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো ও তার প্রেমিকা জর্জিনা রদ্রিজের বাগদান নিয়ে যখন ইন্টারনেট সরব তখন বলিউড অভিনেত্রী বিপাশা বসু স্মরণ করলেন তার ও রোনালদোর সঙ্গে এক বিশেষ মুহূর্ত। যা এখন আলোচনার জন্ম দিয়েছে অন্তর্জালে।
ভারতীয় সংবাদমাধ্যম এবিপি লাইভের প্রতিবেদন থেকে জানা যায়, সম্প্রতি বিপাশা তার ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন ২০০৭ সালের এক থ্রোব্যাক ভিডিও। যেখানে দেখা যাচ্ছে, তিনি রোনালদোর সঙ্গে একই মঞ্চে দাঁড়িয়ে আছেন।
সেই বছর পর্তুগালের লিজবনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে একসঙ্গে একই মঞ্চে ওঠেন তারা। ভিডিওর ক্যাপশনে বিপাশা লেখেন, আইকনিক স্টেজ মোমেন্ট বিপাশা বসু উইথ রোনালদো।
এরপর আফটার পার্টিতেও দেখা হয় দুইজনের। সেই সময়ের একটি ছবি নিয়ে সে সময় বেশ চর্চাও হয়। ছবি দেখে অনেকে ধারণা করেছিলেন, রোনালদো বিপাশা বসুকে চুম্বন করছেন। বিতর্কের সময় বিপাশার সঙ্গে সম্পর্কে ছিলেন অভিনেতা জন আব্রাহাম।
শোনা যায়, এ ছবির জেরেই বিপাশা ও জনের প্রেমের সম্পর্ক ভেঙেছিল। যদিও এ প্রসঙ্গ নিয়ে ‘আপকে আদালত’ নামের অনুষ্ঠানে বিপাশা জানান, সে ছবি চুম্বনের নয় বরং কথা বলার। পার্টিতে শব্দ এত বেশি ছিল যে কথা বলার জন্য রোনালদোকে বারবার ঝুকে আসতে হয়েছিল বিপাশার দিকে। এতেই বিতর্ক তৈরি হয় সোশ্যাল মিডিয়ায়।
হঠাৎ রোনালদোর বাগদানের পর নায়িকার এমন ছবি প্রকাশ ভক্তমহলে জন্ম দিয়েছে নানা প্রশ্ন। যদিও এসব প্রশ্নের কোনো ব্যাখ্যা এখনও দেননি অভিনেত্রী।
এদিকে দীর্ঘ ৮ বছর সম্পর্কে থাকার পর অবশেষে জর্জিনাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন রোনালদো। আংটির ঝলমলে হীরের ছবি পোস্ট করে জর্জিনা লিখেছেন, হ্যাঁ তোমাকেই চাই এই জীবন আর সব জীবনে।
২০১৬ সালে মাদ্রিদের একটি গুচি স্টোরে প্রথম দেখা হয়েছিল রোনালদো ও জর্জিনার। বর্তমানে তারা পাঁচ সন্তানের বাবা মা। তাদের পাঁচ সন্তানের নাম ক্রিস্টিয়ানো জুনিয়র, জমজ সন্তান ইভা-মাতেও, আলানা এবং বেলা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।