বিনোদন ডেস্ক : ৩ জুলাই টেলিভিশনের পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক কার কাছে কই মনের কথা। সম্প্রচারের আগে প্রমোশনেও ছিল বিশেষ চমক। পাঁচ বান্ধবীর গল্প অবলম্বনে তৈরি হয়েছে এই ধারাবাহিকটি। মানালি থেকে স্নেহা, কুয়াশা থেকে সৃজনী, বাসবদত্তারা একের পর এক রিল ভিডিয়োতে নিত্য নতুন চমক দিত দর্শককে।
চ্যানেল কতৃপক্ষের তরফে অফিসিয়াল পেজে শেয়ার করা হত সেই ভিডিয়োগুলো। কখনও রাস্তার ধারে দাঁড়িয়ে ফুচকা পার্টি তো কখনও আবার পাতে পড়ছে গরম কচুরি আর জিলিপি। ভিক্টোরিয়ার সামনে ঘোড়ার গাড়ি চেপেও ঘুরেছে পাঁচ বান্ধবী। এবার কার কাছে কই মনের কথার পুতুল পরিচয় করাল বিশাখার সঙ্গে।
উল্লেখ্য, বিশেষভাবে অক্ষম পুতুলের চরিত্রে অভিনয় করছেন শ্রীতমা ভট্টাচার্য। আর বিপাশার চরিত্রে রয়েছেন স্নেহা। পুতুলকে অনেকেই পছন্দ করেন না। কারন তাঁর ঠোঁট কাটা স্বভাব। আর সেই স্পষ্টবাদী পুতুল পরিচয় করালো বিপাশার সঙ্গে।
কেউ তাঁকে বিশেষ পাত্তা না দিলেও বিশাখা তাঁর খুব খেয়াল রাখেন। শিমূলের বিয়েতে পুতুলকে আগলে রেখেছিলেন বিপাশা। তাই পুতুলও বিপাশাকে ভীষণ পছন্দ করে। চ্যানেল কতৃপক্ষের তরফে এই রিল শেয়ার করার পর ধারাবাহিকের প্রতিটি চরিত্রের প্রশংসা করেছে নেটপাড়া।
বিয়ে করে শিমূল নতুন বাড়িতে পা রাখতেই পুতুল কিন্তু, তাঁর মাকে বেশ বকাবকি করেছে। একটা বড় পাত্রে সুন্দর করে যাতে অনেকটা দুধ রাখে সেই পরামর্শই দিয়েছে পুতুল। সবাই ছবি তুলছে। তাই দুধ বেশি করে দিতে হবে সেটাই বোঝাতে চেয়েছে পুতুল।
নতুন বউয়ের সামনে দাঁড়িয়েই বাড়ির হাঁড়ির খবর ফাঁস করে দিল পুতুল। সে জানিয়ে দিল তাঁরা পালা করে দুধ খায়। প্রতিদিন সকলে দুধ পায় না। পরিবারের যে সদস্য আজ দুধ খাবে পরদিন সে আর পাবে না। নতুন বউয়ের সামনে এই কথাগুলো যথেষ্ট বেমানান।
কিন্তু, পুতুল তো থামার নয়। অনরগল বকবক করেই চলেছে সে। কার কাছে কই মনের কথা ধারাবাহিক সম্প্রচারের প্রথম দিন থেকেই দর্শকের মন জয় করে নিয়েছে। এই সিরিয়ালের হাত ধরে আরও একবার ছোট পর্দায় ফিরলেন মানালি দে।
ধুলোকনার পর মানালিকে ছোট পর্দায় দেখতে মুখিয়ে ছিল দর্শক। শ্বশুরবাড়িতে নতুন বউ পা রাখতেই শাশুড়ির কটকট করে কথা শোনানো। শিমূল তাঁর মনের কথা বলার জন্য কাউকেই পায় না। শাশুড়ি তো দূরের কথা, বরও তাঁর মনের কথা বুঝতেই পারে না। কিন্তু, পড়শি বান্ধবীরা শিমূলকে কাছে টেনে নেয়। তাঁদের সঙ্গে মনের কথা খুলে বলে সে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।