লাইফস্টাইল ডেস্ক : বিপদ কখনো বলে কয়ে আসে না। প্রায় প্রতিদিন আমরা নানান অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার শিকার হই। ছোট-খাটো সেসব দুর্ঘটনাগুলো হলো- কাটা-ছেঁড়া, ফোঁষ্কা পড়া, পোকা-মাকড়েঁর কামড় ইত্যাদি।
এই ক্ষেত্রে ফার্স্ট এইড কিট হতে পারে আমাদের বিপদের সঙ্গী। এর ফলে দুর্ঘটনায় ফার্স্ট এইড কিট হতে সহজেই প্রাথমিক চিকিৎসা নেয়া সম্ভব হবে।
ঘরে বসে সহজেই তৈরি করে নিতে পারেন একটি ‘ফার্স্ট এইড বক্স’। চলুন তবে জেনে নেয়া যাক এর জন্য আমাদের কী কী প্রয়োজন-
• একটি বক্স (ব্যবহৃত আইসক্রিমের বক্সটি কাজে লাগাতে পারেন)
• একটি অ্যান্টিসেপটিক লিকুইড, অথবা ক্রিম
• ছোট একটি তুলার প্যাকেট
• এক রিম গজ
• একটি ছোট কেচি
• একটি সার্জিক্যাল টেপ
• কিছু ওয়ানটাইম ইউজ ব্যান্ড এইড
• একটি ফরসেপ (চিমটা)
• ব্যথার ওষুধ (যেমন: প্যারাসিটামল)
• বমি বন্ধের ওষুধ (যেমন: ওমিডন)
• একটি বাম (ব্যথায় মালিশ করার জন্য)।
এই উপকরণগুলো খুব সহজেই সংগ্রহ করতে পারেন আপনার বাসার কাছের কোনো ওষুধের দোকান থেকে। ফার্স্ট এইড কিটটি সব সময় আপনার হাতের কাছে রাখুন। ভ্রমণেও এটি আপনার সঙ্গী হতে পারে। ছোট-খাটো দুর্ঘটনায় ব্যস্ত হয়ে এদিক ওদিক ছোটাছুটি না করে এটি কাজে লাগিয়ে আপনি দুঃশিন্তামুক্ত হতে পারেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।