বিনোদন ডেস্ক : দক্ষিণ ভারতের কন্নড় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রান্যা রাও বিপুল পরিমাণ স্বর্ণ পাচারের অভিযোগে গ্রেফতার হয়েছেন। ৩ মার্চ রাতে বেঙ্গালুরু আন্তর্জাতিক বিমানবন্দরে রাজস্ব গোয়েন্দা অধিদপ্তর তাকে আটক করে।
এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, দুবাই থেকে আসা এমিরেটস ফ্লাইটে তার কাছ থেকে ১৪.৮ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়। পাচারের সন্দেহে তিনি আগে থেকেই নজরদারিতে ছিলেন।
গ্রেফতারের পর আদালতে হাজির করা হলে তাকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়। তদন্তে জানা গেছে, রান্যা রাও স্বর্ণ লুকিয়ে আনতে পোশাকের মধ্যে লুকিয়ে রেখেছিলেন এবং কাস্টমস চেক এড়াতে কর্ণাটক পুলিশের মহাপরিচালকের মেয়ে হিসেবে পরিচয় দিয়েছিলেন।
এ ঘটনায় তিনি একা নন, বরং বড় চোরাচালান চক্রের সঙ্গে যুক্ত বলে সন্দেহ করা হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।