বিপুল পরিমাণ ই.য়াবাসহ ছাত্রদল নেতা আটক

Nata

জুমবাংলা ডেস্ক : কক্সবাজারের টেকনাফে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ আশরাফ আলী (২৪) নামের এক ছাত্রদল নেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বুধবার (১৬ অক্টোবর) টেকনাফ পৌরসভা এলাকা থেকে তাকে আটক করা হয়।

Nata

আটক আশরাফ আলী টেকনাফ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড ছাত্রদলের আহ্বায়ক এবং কুলালপাড়া এলাকার বাসিন্দা।

র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে টেকনাফ পৌরসভার শিলবনিয়াপাড়ার একটি মাদ্রাসার সামনে থেকে আশরাফ আটক করা হয়। এ সময় তার শরীর তল্লাশি করে ৩ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার র‌্যাব-১৫ অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান। তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি আরও একজনের নাম-ঠিকানা র‌্যাবকে জানিয়েছে।

‘টিপ টিপ বরসা পানি’ গানে যুবতীর নাচ নেট দুনিয়ায় ভাইরাল

তিনি অবৈধভাবে টেকনাফ সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করত এবং তা কক্সবাজারসহ দেশের বিভিন্ন জেলায় বিক্রি করত। ইয়াবাসহ তাকে টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।