স্নেহ, খেয়াল এবং বন্ধুত্ব—এই তিনটি শব্দ যেন পুরোপুরি মিলে যায় সম্প্রতি ভাইরাল হওয়া একটি বিড়ালছানার ভিডিওর সঙ্গে। ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়া এই ভিডিওতে দেখা যাচ্ছে, এক বিড়ালছানা নিশ্চিন্তে বসে রয়েছে, আর তার পেছনে দাঁড়িয়ে থাকা অন্য বিড়ালছানাটি তাকে মালিশ করছে।
ভিডিওটি শেয়ার করা হয়েছে ‘Catworld1k’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে। সেখানে দেখা যাচ্ছে, তিনটি বিড়ালছানা একটি কাচের ঘরের ভেতর রয়েছে। তাদের মধ্যে একটি চুপচাপ বসে আছে এবং তার বন্ধু দাঁড়িয়ে তার পিঠে দুই পা রেখে থাবা দিয়ে হালকা চাপ দিয়ে যাচ্ছে—একদম যেন মানুষের মতো মালিশ করছে। এই দৃশ্য দেখে দর্শকরা যেমন মুগ্ধ হয়েছেন, তেমনই মজাও পেয়েছেন।
তৃতীয় বিড়ালছানাটি কিছুই করছিল না, শুধু বসে বসে পুরো দৃশ্যটি উপভোগ করছিল। আর যাকে মালিশ করা হচ্ছিল, সে তো যেন মনে করেই নিয়েছে—এটা তার প্রাপ্য সেবা!
সবচেয়ে মজার বিষয় হলো, পিঠে ভালোভাবে মালিশ নেওয়ার পর সেই বিড়ালছানাটি বন্ধুকে কিছু না জানিয়েই উঠে হেঁটে চলে যায়, যেন আর কিছু প্রয়োজন নেই। বন্ধুর এই দায়িত্বপালন আরেকবার প্রমাণ করলো—বিড়ালদের মধ্যেও রয়েছে দারুণ বন্ডিং ও অনুভূতি।
এই ভিডিও দেখে অনেকেই মন্তব্য করেছেন—”সেবাই পুণ্য!”। কেউ কেউ লিখেছেন—”মানুষের থেকেও ভালো বন্ধুত্ব এরা জানে!”
View this post on Instagram
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।