বিড়ালকে টেনে হিঁচড়ে ছবি তুলতে নিয়ে গেল কুকুর

কুকুর-বিড়ালের

আন্তর্জাতিক ডেস্ক : ইন্টারনেটে প্রাণীদের অসংখ্য ভিডিও আছে, যে গুলোতে দেখা যায় তাদের মজার সব কাণ্ড। এবার কুকুর-বিড়ালের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

কুকুর-বিড়ালের

সেই ভিডিওতে দেখা যায় তিনটি কুকুরের পাশে একটি বিড়াল দাঁড়িয়ে আছে।

কুকুর এবং বিড়ালের মালিক তাদের ছবি তোলার চেষ্টা করছেন। তিনটি কুকুর ছবি তোলার জন্য দাঁড়ালেও বিড়ালটি দূরে দাঁড়িয়ে আছে।

বিড়ালটিকে দেখে মনে হচ্ছে সে ছবি তুলতে চায় না। আর ছবি তুলতে না চাওয়া বিড়ালকেই টেনে হিঁচড়ে ছবি তুলতে নিয়ে আসে একটি কুকুর।

এরপরও বিড়ালটি দূরে সরে যাচ্ছিল। এরপর বিড়ালটিকে নিয়ে আসা সেই কুকুরটি বিড়ালটির মুখ ক্যামেরার দিকে নিয়ে আসার চেষ্টা করছিল।

Dog Forces Cat To Join Family Photo

কুকুর ও বিড়ালের এমন অদ্ভুদ আচরণের ভিডিওটি দুই বছর আগে। কিন্তু হঠাৎ করে এটি নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। অসংখ্য মানুষ পুরনো ভিডিওটি নতুন করে আবার দেখছেন।

সূত্র: এনডিটিভি