বিরাট, আনুশকার দেহরক্ষীর বেতন জানলে চমকে উঠবেন

বিরাট, আনুশকা

বিনোদন ডেস্ক : নাম প্রকাশ সিংহ। তিনি কোনো তারকা নন। তবে তারকার দেহরক্ষী। অনুশকার বিয়ের আগে থেকেই অভিনেত্রীর ব্যক্তিগত দেহরক্ষী হিসেবে কাজ করছেন তিনি। এখন অবশ্য বিরাটেরও নিরাপত্তা প্রধান হিসেবে কাজ করেন। তার বেতন শুনে চমকে না গিয়ে উপায় নেই।

বিরাট, আনুশকা

ভারতীয় গণমাধ্যমেরে তথ্যমতে বলিউডের অভিনেত্রী অনুশকা শর্মার ব্যক্তিগত দেহরক্ষী এই প্রকাশের বেতন বহু সিইওকের বেতনও ছাড়িয়ে যাবে।

বলে রাখা ভালো প্রকাশ সিংহকে সবাই চেনেন সোনু নামে। বিরাট কোহলি এবং অনুশকার পরিচিত মহলের মানুষজন জানেন, সোনুকে পরিবারেরই একজন হিসেবে দেখেন বিরুশকা। এমনকি, সিনেমার সেটে থাকলেও তার জন্মদিন পালন করতে ভোলেন না অভিনেত্রী।

সম্প্রতি প্রকাশ্যে এসেছে সেই সোনুর বেতনের অঙ্ক। যা দেখে চমকে গিয়েছেন অনেকে। এক সংবাদ মাধ্যমের রিপোর্টে প্রকাশ্যে এসেছে এই তথ্য। বিরুশকার ব্যক্তিগত দেহরক্ষীর বার্ষিক বেতনের অঙ্ক জানিয়েছেন তারা। রিপোর্টে বলা হয়েছে, আনুশকার ব্যক্তিগত দেহরক্ষী বছরে এক কোটি ২০ লাখ রুপি পান। অর্থাৎ প্রতি মাসে ১০ লাখ রুপি হাতে পান সোনু। বেতনের এই বহর শুনে অনেকেই জানিয়েছেন, বার্ষিক আয়ের অঙ্কে বহু বাণিজ্যিক সংস্থার সিইওকেও টেক্কা দিতে পারেন বিরুশকার দেহরক্ষী।

নিরাপত্তার জন্য বহু তারকাই বিপুল অর্থ ব্যয় করে থাকেন। জনপ্রিয় তারকাদের ঘিরে তৈরি ভিড়ে যাতে তাদের কোনও ক্ষতি না হয়, তার জন্যই এই নিরাপত্তা। অনুশকা ও বিরাট ভারতের সিনেমা এবং ক্রিকেট জগতের ‘পাওয়ার কাপল’। তাদের অনুরাগীদের সংখ্যা নেহাত কম নয়। তা ছাড়া নিজেদের ব্যক্তিগত জীবনকে বরাবর সংবাদ মাধ্যমের চোখের আড়ালেই রেখে এসেছেন দুজন। বিরুশকার সন্তানের জন্মের সময় সেই নিরাপত্তার আঁচ কিছুটা পেয়েছিলেন অনুরাগীরা।

বিরুশকার কন্যা ভামিকার ছবি আজ পর্যন্ত প্রকাশিত হয়নি সংবাদ মাধ্যমে। তবে সেই নিরাপত্তা নিশ্চিত করতে তারা কতখানি অর্থ ব্যয় করেন, তা ওই সংবাদ মাধ্যমের রিপোর্টে জানা গেল।

অভিনেতা নওয়াজউদ্দিনের স্ত্রীর নামে এফআইআর

ভারতের সিনেমা এবং ক্রিকেট জগতের ‘পাওয়ার কাপল’ বলা হয় বিরাট কোহলি এবং অনুশকা শর্মাকে। সাম্প্রতিক হিসাব বলছে, এই জনপ্রিয় দম্পতির মোট সম্পত্তির পরিমাণ ১২০০ কোটি রুপি।