জুমবাংলা ডেস্ক : বঙ্গোপসাগরে ইকবাল মাঝি নামে এক জেলের জালে ৫ মণ (২০০ কেজি) ওজনের একটি পাখি মাছ ধরা পড়েছে। নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মাছঘাটে আনা হলে সর্বোচ্চ দাম হাঁকিয়ে ৪৭ হাজার টাকায় মাছটি কিনে নেন এনায়েত বেপারী নামে এক ব্যক্তি। শনিবার (২৭ জুলাই) বিকালে উপজেলার চেয়ারম্যান ঘাটে মাছটি বিক্রি হয়। এসময় মাছটি দেখতে ভিড় করেন অসংখ্য মানুষ।
স্থানীয় সূত্রে জানা যায়, ইকবাল মাঝি নামের এক জেলে হাতিয়া অংশের গভীর সমুদ্রে মাছ ধরতে জাল ফেলেন। এসময় তিনি অন্য মাছের সঙ্গে একটি পাখি মাছও পান। আজ বিকালে তিনি মাছটি চেয়ারম্যান ঘাটে নিয়ে আসেন। ফারুক মৎস্য আড়তে মাছটি নিলামে তোলা হয়। নিলামে মাছটি ৪৭ হাজার টাকায় এনায়েত বেপারী কিনে নেন।
ফারুক মৎস্য আড়তের মালিক মো. ওমর ফারুক বলেন, ‘এতো বড় পাখি মাছ আগে হাতিয়ার কেউ দেখেছেন কিনা আমার জানা নাই। নিলামে মাছটি ৪৭ হাজার টাকায় বিক্রি হয়। গভীর সাগরে মাছটির দেখা মেলে। মাছটিকে এক নজর দেখতে অনেকেই আসেন। আমরা মাছটির সঙ্গে ছবি তুলে রেখেছি, স্মৃতি হিসেবে রাখার জন্য।’
হাতিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহাদ হাসান বলেন, ‘এই মাছটি পাখি মাছ হিসেবে পরিচিত। গভীর সমুদ্রে চলাচল করায় এ মাছ তেমন একটা ধরা পড়ে না। এ মাছগুলো অনেক দ্রুত গতির হয়। ঘণ্টায় ১১০ কিলোমিটার বেগে ছুটতে পারে মাছটি। মাছটি খেতে খুব সুস্বাদু।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।