আন্তর্জাতিক ডেস্ক : আকাশে তো অনেক পাখি উড়তে দেখেছেন। কিন্তু কখনও দেখেছেন পানির নীচ দিয়েও পাখি উড়ছে? বা কস্মিনকালেও এমন ঘটনার কথা শুনেছেন? গল্পের গরু গাছে ওঠার মতো বিষয়টি মনে হলেও বাস্তবে কিন্তু এমন দৃশ্যই ধরা পড়েছে। যা দেখে নিজের চোখকে বিশ্বাস করতেও কষ্ট হবে।
সম্প্রতি এই ঘটনার একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। ভিডিওটি ‘র্যাপটরহার্ট’ নামে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করা হয়েছে। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। ভিডিওতে দেখা যাচ্ছে, বহমান স্বচ্ছ পানি। সম্ভবত কোনও পাহাড়ি নদীর। অগভীর। পানি এতটাই স্বচ্ছ যে নীচে পাথরগুলিও দেখা যাচ্ছে। হঠাৎ সেই পানির স্রোতের বিপরীতে কিছু একটা সাঁতরে এগিয়ে আসতে দেখা গেল। ডানা দিয়ে পানি কেটে সেটি এগিয়ে যাচ্ছিল। দেখা গেল, সেটি একটি পাখি! পানির নীচে ডানা মেলে সেটি এগিয়ে যাচ্ছিল। দেখে মনে হবে পানির নীচে ‘উড়ছে’ পাখিটি। এক বার ডুব দিচ্ছে, খাবার মুখে নিয়ে আবার ভেসে উঠেছে। ভিডিওটি দেখে তাজ্জব হয়ে গিয়েছেন নেটাগরিকরা।
পানকৌড়িকে ডুব দিয়ে মাছ ধরতে দেখা যায়। মাছরাঙা বা বক পানিতে ছোঁ মেরে মাছ ধরে। কিন্তু এই ধরনের পাখিকে পানির নীচে সাঁতরানো বা ‘ওড়ার’ দৃশ্য খুব একটা প্রকাশ্যে আসেনি। বেশ কয়েকটি সাংবাদমাধ্যমের প্রতিবেদন দাবি করা হয়েছে, পাখিটিকে ‘আমেরিকান ডিপার’ বলা হয়। আমেরিকাতেই এই পাখি দেখা যায়। ‘অলঅ্যাবাউটবার্ডস’-এর মতে, আমেরিকান ডিপার পানির নীচ দিয়ে দ্রুতগতিতে চলতে পারে। মধ্য এবং উত্তর-পশ্চিম আমেরিকার পাহাড়ি এলাকায় এই পাখি দেখা যায়। এক ইনস্টাগ্রাম গ্রাহক রসিকতা করে বলেছেন, “আসলে এটা এক ধরনের মাছ। ভুল করে পাখি হয়ে গিয়েছে।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।