বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : আরেকটি বিরল মুহূর্তের সাক্ষী হতে চলেছে বিশ্ববাসী। এক মাস আগে আবিষ্কৃত নিশিমুরা নামে একটি ধূমকেতু আজ পৃথিবী অতিক্রম করবে। এ সময় খালি চোখে দেখা যাবে সবুজ এই ধূমকেতু।
জাপানি জ্যোতির্বিদ হিদিও নিশিমুরা গত ১১ আগস্ট রাতে প্রথম এই ধূমকেতুর সন্ধান পান। অত্যাধুনিক একটি টেলিস্কোপ ক্যামেরার মাধ্যমে ধূমকেতুটির ছবি তোলেন তিনি। তাই তাঁর নামেই করা হয় এটির নামকরণ। বরফ আর পাথরের বলাকৃতির এই ধূমকেতুর আকার এক কিলোমিটার।
বিজ্ঞানীরা বলছেন, আজ মঙ্গলবার পৃথিবী থেকে ১২ কোটি ৫০ লাখ কিলোমিটার দূর দিয়ে নিশিমুরা পৃথিবীকে অতিক্রম করবে। এ সময় এটির গতি থাকবে ঘণ্টায় ২ লাখ ৪০ হাজার মাইল। নিশিমুরা নামের এই ধূমকেতু ৪৩৭ বছর পর আবারও পৃথিবী থেকে দেখার সুযোগ পাওয়া যাবে।
জোতির্বিবেদরা বলছেন, খালি চোখে নিশিমুরা দেখা যাবে। টেলিস্কোপ প্রয়োজন হবে না। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা বলছে, সৌরজগৎ অতিক্রমের সময় নিশিমুরা আরও উজ্জ্বল হবে।
প্যারিস অবজারভেটরির জ্যোতিঃপদার্থবিদ নিকোলাস বিভার বলেন, এটা সত্যিই ব্যতিক্রমী একটি ঘটনা। সন্ধান পাওয়ার পর এত দ্রুত ধূমকেতুর সর্বোচ্চ দৃশ্যমান হওয়ার এমন ঘটনা বিরল।
যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব হালের জ্যোতিঃপদার্থবিদ্যাবিষয়ক কেন্দ্রের পরিচালক অধ্যাপক ব্রাড গিবসন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘যদি আমি এভাবে বলি যে ধূমকেতু নিশিমুরা দেখতে পাওয়ার সুযোগ একজন মানুষের জীবনে একবারই আসবে, তাহলে বোধ হয় বাড়িয়ে বলা হবে না।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।