জুমবাংলা ডেস্ক : সম্প্রতি বাংলাদেশে এক অদ্ভুত ধরনের মাছের সন্ধান পাওয়া গিয়েছে। আর সেই মাছের খোঁজ মেলার পর অনেকেই সেই অদ্ভুত দর্শন মাছটি দেখার জন্য উৎসুক হয়ে ওঠে। এই মাছটি জলের বিভিন্ন ছোটো প্রজাতির মাছও শ্যাওলা খেয়ে থাকে। এটি ‘সাকার ফিশ’। এই মাছের পাখনা খুব ধারালো হয়।
আত্মরক্ষার জন্য এই পাখনা কাজে লাগে এই মাছের। সহজেই অন্য মাছের দেহ কেটে যায়। আর সেই আঘাত পাওয়া জায়গাটি ধীরে ধীরে পচন ধরে মাছটি মারা যায়। এই সাকার ফিশ রাক্ষুসে মাছ না হলেও এটি প্রচুর পরিমাণে খাবার খায়। আর তার ফলে অন্যান্য মাছের খাবারের আকাল দেখা দেয়।
এরফলে অন্যান্য মাছ খাবার না পেয়ে ধীরে ধীরে বিলুপ্ত হতে চলেছে। বাংলাদেশে মিলেছে সাকার ফিশ। এই মাছ ১৬ থেকে ১৮ ইঞ্চি লম্বা হয়। এই মাছ জল ছাড়া ১৪ ঘন্টা বেঁচে থাকতে পারে। বাংলাদেশে উপকূলীয় জলাশয়ে এই মাছ দেখা গিয়েছে। তবে বর্তমানে সিলেট, ময়মনসিংহ, রংপুরের মতন জায়গায় এই মাছের দেখা মিলছে।
এই মাছ দ্রুত বংশবিস্তারে সক্ষম। এটি যেকোনো পরিবেশে নিজেকে মানিয়ে নেয়। তাই এটি জলাশয়ে একবার প্রবেশ করলে বিস্তার আটকানো সম্ভব হয় না। এই মাছের স্বাদ ভালো না হওয়ায় কেউ এই মাছ খান না।
ভিডিও : প্রথমআলো।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।