জুমবাংলা ডেস্ক : পটুয়াখালীর কলাপাড়ায় দুর্লভ প্রজাতির ১টি কালোমাথা কাস্তেচরা পাখি উদ্ধার করেছে এনিমেল লাভারস অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার সদস্যরা।
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) রাত নয়টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের খেয়াঘাট এলাকা থেকে আহত অবস্থায় পাখিটি উদ্ধার করা হয়।
এনিমেল লাভারস অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার সদস্য বায়জিদ মুন্সী বলেন, আন্ধারমানিক নদীর চর থেকে এ পাখিটি উদ্ধার করা হয়। এনিমেল লাভারস এর সদস্যরা জানান স্থানীয়রা আমাদের খবর দিলে আমরা পাখিটি উদ্ধার করি। এটির ডান পাখায় আঘাতের চিহ্ন রয়েছে। বর্তমানে প্রাথমিক চিকিৎসা চলছে।
নেট দুনিয়ায় সেরা কয়েকটি ওয়েব সিরিজ, ভুলেও কারও সামনে দেখবেন না
কলাপাড়া বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা মনিরুল ইসলাম মনি জানান, এসব পাখি অতি দুর্লভ। পাখিটি সুস্থ হলে অবমুক্ত করা দেয়া হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।