১১ কেজি ওজনের বিশাল স্ত’ন নিয়ে বিপাকে যুবতী

women

আন্তর্জাতিক ডেস্ক : বিরল রোগে আক্রান্ত হয়েছেন ২৩ বছরের যুবতী। যে কারণে তার স্তনের ওজন ক্রমশ বেড়ে যাচ্ছিল। বাড়তে বাড়তে ওই যুবতীর স্তনের ওজন গিয়ে পৌঁছায় ১১ কেজিতে। বিরল রোগ বাইল্যাটেরাল জেসটেশনাল জাইগ্যানটোমাশিয়ায় আক্রান্ত ওই যুবতী।

women
প্রতীকি ছবি

শেষে ওই যুবতীর ব্রেস্ট রিডাকশন সার্জারি করতে বাধ্য হলেন চিকিৎসকরা। মাসটেকটমি ও ফ্রি নিপল গ্রাফটিংয়ের মাধ্যমে ২৩ বছরের ওই যুবতীকে ১১ কেজির ‘বোঝা’ থেকে মুক্তি দেন চিকিৎসকরা।

মধ্য প্রাচ্যের বাসিন্দা ওই যুবতী। চিকিৎসকরা জানিয়েছেন, ওই যুবতী বিরল বাইল্যাটেরাল জেসটেশনাল জাইগ্যানটোমাশিয়া রোগে আক্রান্ত হয়েছিলেন।

কী এই বাইল্যাটেরাল জেসটেশনাল জাইগ্যানটোমাশিয়া?

এই বাইল্যাটেরাল জেসটেশনাল জাইগ্যানটোমাশিয়ার ফলে গর্ভাবস্থায় অস্বাভাবিকভাবে স্তনের টিস্যুর বৃদ্ধি ঘটে। যার ফলে স্তনের আকার-ওজন বিশাল হয়ে যায়।

ওই যুবতীর ক্ষেত্রেও তেমনটাই হয়েছিল। গর্ভাবস্থায় তার স্তন বৃদ্ধি পেতে পেতে হাঁটুর কাছে পৌঁছে গিয়েছিল। যার জন্য টানা ৫ মিনিটও সোজা হয়ে দাঁড়াতে পারছিলেন না ওই যুবতী।

গত ৭ মাস ধরে এই ‘যন্ত্রণা’ পাচ্ছিলেন তিনি। যুবতীকে এই ‘যন্ত্রণা’ থেকে মুক্তি দিতে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। ফরিদাবাদের এক হাসাপাতালে ১০ ঘণ্টার অস্ত্রোপচারে মেলে সাফল্য। চিকিৎসকরা আরও জানিয়েছেন, ওই যুবতীর মোট ৩ বার গর্ভপাত হয়েছে।

স্মার্টফোনে ভালো ছবি তোলার দুর্দান্ত উপায়

তৃতীয়বার গর্ভাবস্থার সময়ই তিনি বাইল্যাটেরাল জেসটেশনাল জাইগ্যানটোমাশিয়ায় আক্রান্ত হন। ২২ সপ্তাহের মাথায় তৃতীয়বারও গর্ভপাত হয়ে যায়।

সূত্র: জিনিউজ ২৪