‘স্যাক্রেড গেমস’, ‘লাস্ট স্টোরিজ’, ‘ঘোল’, ‘আন্ধাধুন’–বলিউডে একের পর এক সিনেমা-টিভি নাটকে ভিন্নধারার চরিত্রে অভিনয় করে ইতোমধ্যে নিজেকে এক বিশেষ জায়গায় নিয়ে গিয়েছেন রাধিকা আপ্তে। সমালোচকদের ভাষায়–তিনি সেই অভিনেত্রী, যিনি ছকভাঙা চরিত্রকে নিজের দক্ষতায় আরেক ধাপ এগিয়ে নিয়ে যান।

গত বছর ‘সিস্টার মিডনাইট’ ছবিতে শেষ দেখা গিয়েছিল রাধিকাকে। গত বছরের ডিসেম্বরে মা হওয়ার পর তিনি কিছুদিনের জন্য অভিনয় জগৎ থেকে বিরতি নিয়েছিলেন। এর আগেও বিরতি থেকে ফিরে তিনি চমকে দিয়েছিলেন দর্শকদের। তাই এবার তাঁর প্রত্যাবর্তন নিয়ে কৌতূহল ছিল ভক্তদের মধ্যে। অবশেষে সেই অপেক্ষার অবসান।
সম্প্রতি মুক্তি পেয়েছে রাধিকার নতুন সিনেমা ‘সালি মোহব্বত’-এর ট্রেলার। ছবিটি আরও একটি গুরুত্বপূর্ণ কারণে বিশেষ–এই সিনেমার মধ্য দিয়েই পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করছেন অভিনেত্রী টিসকা চোপড়া। ছবির নামে লুকিয়ে থাকা আবেগ, অস্থিরতা, সম্পর্কের টানাপোড়েন এবং অদৃশ্য রহস্যের ইঙ্গিত যেন ট্রেলারে আরও স্পষ্ট হয়ে উঠেছে।
ছবির গল্প আবর্তিত হয়েছে ফুরসতগড় নামের এক নিরিবিলি, শান্ত শহরকে ঘিরে। সেখানে প্রকৃতি ও নিজের নীরব জগৎ নিয়ে একা থাকেন স্মিতা; যার চরিত্রে রয়েছেন রাধিকা আপ্তে। তার এই নিস্তরঙ্গ, বিচ্ছিন্ন জীবনে একদিন ঘটে যায় ভয়াবহ ডাবল মার্ডার। শহরের শান্তি যেমন ভেঙে পড়ে, তেমনি স্মিতার চারপাশেও নেমে আসে অদ্ভুত অস্থিরতা। পুলিশি তদন্ত যত এগোয়, ততই পরিষ্কার হয়, ঘটনাটি মোটেও সরল নয়। তাহলে কি স্মিতা কেবল ঘটনাচক্রে যুক্ত একজন নিরীহ সাক্ষী? নাকি তিনি এই রহস্যের অন্ধকার গহ্বরে লুকিয়ে থাকা বড় কোনো সত্যের চাবিকাঠি? ট্রেলারের শেষ মুহূর্তগুলোতে দর্শকদের মনে প্রশ্নটা আরও বেশি তীব্র হয়ে ওঠে।
ট্রেলারের প্রতিক্রিয়া নিয়ে রাধিকা আপ্তে বলেন, ‘স্মিতার জগৎটিতে এক ধরনের অস্বস্তিকর নীরবতা আছে। চরিত্রটি আমাকে নিজের ভেতরের জটিলতা খুঁজে দেখতে বাধ্য করেছে। টিসকার নিখুঁত নির্দেশনা সেই আবেগগুলোকে ঠিক জায়গায় পৌঁছাতে সাহায্য করেছে।’
পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করা দিব্যেন্দু শর্মাও ট্রেলারের প্রশংসায় বলেন, ‘ট্রেলার প্রকাশের পর থেকেই পরিচিতদের কাছ থেকে দারুণ সাড়া পাচ্ছি। এমন একটি নতুন ধরনের গল্পে অভিনয় করার সুযোগ পেয়েছি, তার জন্য নির্মাতাকে ধন্যবাদ। রাধিকা অসাধারণ কাজ করেছেন। তিনি সত্যিই একজন শক্তিশালী অভিনেত্রী।’
এই ওয়েব ফিল্মে আরও অভিনয় করেছেন দিব্যেন্দু শর্মা, অনুরাগ কাশ্যপ, অংশুমান পুষ্কর, শরৎ সাক্সেনা, সৌরসেনী মৈত্র এবং বিশেষ চরিত্রে কুশা কাপিলা। ছবিটি ইতোমধ্যে প্রশংসা কুড়িয়েছে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া ও শিকাগো সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল-এ।
আগামী ১২ ডিসেম্বর ওয়েব প্ল্যাটফর্ম জি৫-এ মুক্তি পেতে যাচ্ছে রহস্য ও মনস্তাত্ত্বিক উত্তেজনায় ভরা এই ওয়েব ফিল্ম।
নেট দুনিয়ায় আলোড়ন তোলা ৫টি ওয়েব সিরিজ, যা গল্প ও অভিনয়ে সেরা!
রাধিকা আপ্তে প্রতিবারই নিজের চরিত্রে নতুন কিছু যোগ করেন। নতুন গ্রহ, নতুন ভঙ্গি, নতুন রহস্য। আর ‘সালি মোহব্বত’-এ তিনি যেন আবারও নিজেকে ছাড়িয়ে যাওয়ার প্রস্তুতিতে। দর্শকরা তাই অপেক্ষায়–এবার রাধিকা কী অবাক করা নতুন অন্ধকার নিয়ে ফিরছেন!
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



