বিনোদন ডেস্ক : দেশের শীর্ষ নায়ক শাকিব খান দেশের পাশাপাশি যৌথ প্রযোজনার ‘শিকারী’, ‘চালবাজ’, ‘ভাইজান এল রে’ ও ‘নাকাব’ শিরোনামের সিনেমায় অভিনয় করেন।
২০১৮ সালের পর কলকাতার সিনেমায় আর দেখা যায়নি এই অভিনেতাকে। দীর্ঘ বিরতির পর কলকাতার সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন বলে শোনা যাচ্ছে।
জানা গেছে, আগস্ট মাসে কলকাতায় যাচ্ছেন শাকিব। এসকে মুভিজের সঙ্গে আগামী মাসেই মিটিং হওয়ার কথা রয়েছে এই নায়কের। সব ঠিক থাকলে খুব শিগগিরই নাকি নতুন সিনেমার কাজ শুরু করবেন। এর আগেও এসকে মুভিজ প্রযোজিত সিনেমাতে দেখা গিয়েছিল তাকে।
এবার ঈদুল আজহায় মুক্তি পেয়েছে শাকিবের সিনেমা ‘প্রিয়তমা’। শাকিব খান বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।