জন্মদিন পালনে একাই ব্যাংককে গেলেন মনামী

মনামী ঘোষ

বিনোদন ডেস্ক : ছোট থেকে বড় পর্দা দাপিয়ে কাজ করে চলেছেন মনামী ঘোষ। নিজের ইউটিউব চ্যানেল, নাচ নিয়ে তার ব্যস্ততা রয়েছেই সারা বছর। এখন তাকে বড় পর্দায় গীতা রূপে দেখার অপেক্ষায় দর্শক। কিছুদিন আগেই শেষ হয়েছে ‘ডান্স ডান্স জুনিয়র’। সেই শুটিং নিয়েও খুব ব্যস্ত ছিলেন মনামী। তার পর সৃজিত মুখোপাধ্যায়ের ‘পদাতিক’ ছবিরও শুটিং করছিলেন।

মনামী ঘোষ

সম্প্রতি ‘পদাতিক’ ছবিতে পরিচালক মৃণাল সেনের স্ত্রী গীতা সেনের চরিত্রে অভিনয় করছেন মনামী। চরিত্রের লুক প্রকাশ্যে আসতেই সবাইকে চমকে দিয়েছিলেন। শত ব্যস্ততার মাঝে নিজের জন্য সময় বের করে নিয়েছেন। ব্যস্ততার ফাঁকেই জন্মদিনে বিশেষ পরিকল্পনা করে ফেললেন তিনি।

আজ ২০ ফেব্রুয়ারি মনামী ঘোষের জন্মদিন। বয়স বাড়লেও জন্মদিনটা অভিনেত্রীর কাছে খুবই গুরুত্বপূর্ণ। তাই নিজের জন্মদিনকে বিশেষ করে তুলতে ব্যাংককে ঘুরতে গিয়েছেন তিনি। বিদেশের মাটিতেই এই দিনটা পালন করবেন তিনি।

পুরুষরা মেয়েদের সঙ্গে যে নিষ্ঠুর কাজগুলো করে থাকে

তবে অল্প সময়ের এ ভ্রমণে তিনি একা গিয়েছেন কিনা সেখানে রয়েছে রহস্য। যদিও নায়িকার ইনস্টাগ্রাম দেখলেই বোঝা যায় তিনি ঘুরতে ভালবাসেন।