বিনোদন ডেস্ক : অভিনেতা ও ব্যবসায়ী অনন্ত জলিলের জন্মদিন আজ। দিনটি উপলক্ষে আয়োজিত কেক কাটার এক অনুষ্ঠানে রোজা রেখেই ভুল করে কেক খেয়ে ফেলেন অনন্ত জলিল। অবশ্য পরে বুঝতে পেরে মুখ থেকে দ্রুত তা ফেলে দেওয়ার চেষ্টা করেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।
যদিও রোজা রেখে ভুল করে কিছু খেয়ে ফেলা নতুন কিছু নয়। হঠাৎ করে অনেকেরই এমন ভুল হয়ে থাকে।
যানা গেছে, ঈদে মুক্তি পেতে যাচ্ছে অনন্ত জলিলের ‘কিল হিম’ সিনেমা। জন্মদিন ও সিনেমার উপলক্ষ সামনে রেখে সোমবার (১৭ এপ্রিল) বেলা ১১টায় রাজধানীর মোহাম্মদপুরে নিজ বাসভবনে সংবাদ সম্মেলনের আয়োজন করেছিলেন অনন্ত। সেখানে জন্মদিনের কেক কাটেন।
এ সময় অনন্তর মুখে তা তুলে দেন ‘কিল হিম’ সিনেমার পরিচালক মো. ইকবাল। সেটা মুখে নিয়ে খেতে থাকেন অনন্ত। এর কিছুক্ষণ পর পাশ থেকে কেউ একজন বলে ওঠেন, ‘ভাই আপনি রোজা।’ তাৎক্ষণিক অনন্ত বলে উঠেন, ‘হায় হায়, আমি তো রোজা।’ এরপর মুখ থেকে কেক ফেলে দেন।
শরীর গরম করে দেবার মত ওয়েব সিরিজ, ভুলেও কারও সামনে দেখবেন না
পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অনন্ত জলিল বলেন, আজ আমার জন্মদিন। এটা আমার বিশেষ দিন। অনেক দূর-দুরান্ত থেকে ভক্তরা আমার সঙ্গে দেখা করতে এসেছেন, আমি এজন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।