জন্মদিনে আনুশকার সাদামাঠা এই পোশাকের দাম শুনলে অবাক হবেন

আনুশকা

বিনোদন ডেস্ক : রবিবার ছিল অনুষ্কার জন্মদিন। ৩৪ পূর্ণ করে ৩৫-এ পা দিলেন অভিনেত্রী। বেশ ফুরফুরে মেজাজে এ বছরের জন্মদিনটি পালন করেন তিনি। সঙ্গে ছিলেন বিরাট আর ঘনিষ্ট কয়েকজন বন্ধু। ইনস্টাগ্রামে অভিনেত্রী বিশেষ দিনের বেশ কিছু ছবি দিয়েছেন।

আনুশকা

জন্মদিনে অনুষ্কার পরনে ছিল ঘিয়ে রঙের মিনি ড্রেস। অনুষ্কার সেই ফ্লোরাল প্রিন্টের পোশাক নজর কেড়েছে নেটাগরিকদের। ড্রেসটি সুতি এবং লিনেন কাপড়ের তৈরি। ঘিয়ে রঙের গোল গলার ড্রেসটির সারা গায়ে প্যাস্টেল গোলাপি ও সবুজ রঙের ফুলেল মোটিভ।

এই শরীরচুম্বী ড্রেসের নীচে আবার ফ্রিলের ছোঁয়া। না কোনও ভারতীয় পোশাকশিল্পীর নয়, পোশাকটি আদতে একটি বিদেশী সংস্থার। নামী বিদেশি সংস্থার এই পোশাকটির মূল্য কত জানেন? ১,১২২ মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় অনুষ্কার পোশাকটির দাম প্রায় ৮৫, ৬৮৯ টাকা!

ছিমছাম পোশাক পড়তেই স্বচ্ছন্দবোধ করেন অনুষ্কা। তাঁর সাজগোজেও থাকে স্নিদ্ধতার ছোঁয়া। জন্মদিনেও ‘নো মেকআপ লুক’এ ধড়া দিয়েছেন অভিনেত্রী।

বিল গেটসের সাবেক স্ত্রীকে ফের বিয়ের গুঞ্জন

নিজের জন্মদিনের কেক খাওয়ার ছবি পোস্ট করে অনুষ্কা লিখেছেন, জন্মদিনে সকলের কাছ থেকে এত ভালবাসা পেয়ে তাঁর আনন্দ বেড়ে গিয়েছে। আরও ভালবাসতে ইচ্ছা করছে। অন্যের কথা বুঝতে পারছেন যেন বেশি। অন্যের কথা শুনতেও ইচ্ছা করছে। অল্পতেই খুশি তিনি।