জন্মদিনে সমুদ্রে উত্তাপ ছড়ালেন মনামী ঘোষ

মনামী-ঘোষ

বিনোদন ডেস্ক : কলকাতার টিভি পর্দার জনপ্রিয় মুখ মনামী ঘোষ। বেশ কিছু জনপ্রিয় ধারাবাহিক দিয়ে খ্যাতি অর্জন করেছেন অভিনেত্রী। নিয়মিত উপস্থিত থাকছেন বিভিন্ন নাটক ও রিয়ালিটি শো’তে।

মনামী-ঘোষ

গতকাল ২০ ফেব্রুয়ারি মনামী ঘোষের জন্মদিন ছিল। বয়স বাড়লেও জন্মদিনটা অভিনেত্রীর কাছে খুবই গুরুত্বপূর্ণ। তাই নিজের জন্মদিনকে বিশেষ করে তুলতে ব্যাংককে পৌঁছে গেছেন অভিনেত্রী। বিদেশের মাটিতেই দিনটা পালন করছেন তিনি। তবে জন্মদিনের আগের দিন সমুদ্রে কেক হাতে চমকে দিলেন ভক্তদের। কালো রঙের মনোকিনীতে সমুদ্রে উত্তাপ ছড়িয়েছেন অভিনেত্রী। কেক হাতে হাঁটু জলে দাঁড়িয়ে নায়িকা। সেই ছবিগুলো শেয়ার করলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। মনামীর ছবিগুলো রীতিমতো ভাইরাল হয়ে গেছে।

এদিকে জন্মদিনে ভক্ত-অনুরাগীরা শুভেচ্ছায় ভাসিয়েছেন মনামীকে। টলিউড তারকা ঋতুপর্ণা সেনগুপ্ত থেকে শ্রীমা ভট্টাচার্য, সকলেই প্রশংসায় ভরিয়ে দিয়েছেন অভিনেত্রীকে। তবে নেটিজেনদের বিদ্রুপও কম আসেনি! তাঁর পোশাক নিয়ে বিরূপ মন্তব্যও করেছেন অনেকে। তবে এসবে পাত্তা না দিয়ে জলকেলিতে মজেছেন মনামী। নেটিজেনদের কটাক্ষ বরাবরই এড়িয়ে যান অভিনেত্রী।

বর্তমানে ছোট থেকে বড় পর্দা, দাপিয়ে কাজ করে চলেছেন মনামী ঘোষ। নিজের ইউটিউব চ্যানেল ও নাচ নিয়ে তার ব্যস্ততা সারা বছর। কিছুদিন আগেই শেষ হয়েছে ‘ডান্স ডান্স জুনিয়র’। শো’টিতে বিচারকের ভূমিকায় ছিলেন মনামী। এরপর সৃজিত মুখোপাধ্যায়ের ‘পদাতিক’ চলচ্চিত্রেরও শুটিং করেছেন।

৫টি গন্ধ মুক্তি দেবে মশার উৎপাত থেকে

সম্প্রতি ‘পদাতিক’ চলচ্চিত্রে পরিচালক মৃণাল সেনের স্ত্রী গীতা সেনের চরিত্রে অভিনয় করছেন মনামী। ‘পদাতিক’-এ প্রধান ভূমিকায় অভিনয় করবেন চঞ্চল চৌধুরী। চঞ্চলের পাশাপাশি সিনেমাটির নতুন লুক প্রকাশ্যে এসেছে মনামীর, যা সবাইকে চমকে দিয়েছে। এখন তাকে বড় পর্দায় গীতা রূপে দেখার অপেক্ষায় দর্শকরা।