স্পোর্টস ডেস্ক : ফ্রান্সের বিশ্বকাপ স্কোয়াডে থাকলেও ইনজুরির কারণে কাতার বিশ্বকাপের কোনো ম্যাচেই খেলা হয়নি করিম বেনজেমার। এরপর সামনে আসে কোচের সঙ্গে তার দ্বন্দ্বের খবর। ফাইনালে আর্জেন্টিনার কাছে হেরে ফ্রান্সের শিরোপা খোয়ানোর ২৪ ঘণ্টা পার না হতেই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন এই ৩৫ বছর বয়সী স্ট্রাইকার। অবসরের ঘোষণা দিতে নিজের ৩৫তম জন্মদিনকেই বেছে নিলেন তিনি।
কাতার বিশ্বকাপের এক দিন আগে ইনজুরিতে পড়া বেনজেমা ছিটকে পড়েছিলেন আসর থেকেই। তবে বিশ্বকাপের ২৬ সদস্যের স্কোয়াড থেকে তাকে সে সময় বাদ দেননি কোচ দিদিয়ের দেশম। নাটকীয়ভাবে বিশ্বকাপের নকআউট পর্বের খেলা চলাকালীন সুস্থ হয়ে উঠলে সম্ভাবনা জাগে তার বিশ্বকাপ খেলার। কিন্তু সে সুযোগ তাকে দেননি দেশম। রাগে-ক্ষোভে ফুঁসে থাকা বেনজেমা বিশ্বকাপ ফাইনালের ঠিক পরেই জাতীয় দল থেকে অবসর নিয়ে নিলেন।
সোমবার (১৯ ডিসেম্বর) টুইটারে নিজের অফিশিয়াল অ্যাকাউন্ট থেকে নিজের সিদ্ধান্ত জানান ব্যালন ডি’অরজয়ী এই স্ট্রাইকার। তিনি লেখেন, ‘আমি চেষ্টা করেছি এবং ভুলও করেছি, এটা আমাকে সেই জায়গায় নিয়ে গেছে, যা আমি আজ হয়েছি এবং এমনি এর জন্য গর্বিত। আমি আমার গল্প লিখেছি এবং আমাদের শেষটাও।’
বেনজেমার অবসরের বিষয়টি নিশ্চিত করেছেন প্রখ্যাত ক্রীড়া সাংবাদিক ও দলবদল বিষয়ক খবরের নির্ভরযোগ্য সূত্র ফ্যাব্রিজিও রোমানোও। এই ইতালিয়ান জানিয়েছেন, ৩৪ বছর বয়সী রিয়াল মাদ্রিদ তারকা এরই মধ্যে তার সিদ্ধান্ত দলকে জানিয়েছেন এবং ফ্রান্স দল ত্যাগ করেছেন।
এর আগে সেমিফাইনালে জয়ের পর ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ জানিয়েছিলেন, ইনজুরির কারণে যারা বিশ্বকাপের দল থেকে ছিটকে গেছেন তাদের সবাই যেন ফাইনালে কাতারে উপস্থিত থাকেন। তার জন্য খেলোয়াড়দের আমন্ত্রণও জানিয়েছিলেন তিনি। তবে ফরাসি প্রেসিডেন্টের সেই আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছিলেন বেনজেমা।
গত শুক্রবার (১৬ ডিসেম্বর) বেনজেমা ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন। সেখানে তিনি ক্যাপশনে লেখেন, ‘আমি আগ্রহী নই।’ বেনজেমার সেই ক্যাপশনের পরই সবাই বলছে, ফ্রান্সের প্রেসিডেন্টের আমন্ত্রণের জবাবটা দিয়েছেন রিয়াল এই তারকা।
শেষ পর্যন্ত আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালে টাইব্রেকারে হারার পরের দিনই ফ্রান্স দলের সঙ্গে নিজের গাঁটছড়া ছিন্ন করলেন তিনি। জন্মদিনেই নিলেন আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়। ফ্রান্সের হয়ে ২০১৪ বিশ্বকাপে খেলে ৩ গোল ও ২ অ্যাসিস্ট করেছিলেন তিনি। এছাড়া দেশের হয়ে জিতেছেন উয়েফা নেশন্স লিগের শিরোপা।
জাতীয় দলের জার্সিতে ৯৭ ম্যাচে ৩৭ গোল করেছেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।