বিনোদন ডেস্ক : রাজনৈতিক ব্যক্তি রাঘব চাড্ডার সঙ্গে এক বছরও হয়নি বিয়ে হয়েছে বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়ার। গত বছরের ২৪ সেপ্টেম্বর বেশ জাঁকজমক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় তাদের। এর কয়েকদিন আগে থেকেই বিয়েকে কেন্দ্র করে মেহেদি থেকে সংগীত, আচার-অনুষ্ঠান শুরু হয়। কোনো কিছুরই কমতি ছিল না আয়োজনে।
এ তারকার বিয়ের এক বছর না হতেই এবার তিক্ততার কথা জানালেন। তবে সেই তিক্ততা দাম্পত্য জীবনের কিনা, তা নিশ্চিত নয়। আবার ক্যারিয়ার নিয়ে কথা বলেছেন কিনা, সেটিও বাদ দেয়া যায় না। বর্তমানে হাতেগোনা কাজ। কয়েক মাস আগেই ‘চমকিলা সিনেমায় দর্শকদের চমক দেখিয়েছেন পরিণীতি।
বর্তমানে এ নায়িকা সংসারেই ব্যস্ত। বিপরীতে বোন প্রিয়াঙ্কা চোপড়া যখন হলিউডের এ প্রান্ত থেকে ওই প্রান্তে কাজ করে বেড়াচ্ছেন তখন অনেকটাই অনিয়মিত পরিণীতি। এ অবস্থায় কিনা তিনি জানালেন―বিষাক্ত মানুষদের জীবন থেকে ছুড়ে ফেলা উচিত। পৃথিবী কী ভাবছে, তাতে কিছু আসে যায় না।
এ বলি তারকা সম্প্রতি একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে আনমনাভাবে তাকে মন্তব্য করতে দেখা যায়, এ মাসে একটু বিরতি নিয়ে ভেবে দেখলাম, যা আমার জীবনের ভাবনাই বদলে দিয়েছে। এ থেকে যা বুঝলাম, জীবনে নিজের চিন্তাধারাই মূল বিষয়। গুরুত্বহীন মানুষ বা জিনিসকে কখনো গুরুত্ব দেবেন না।
ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী এ অভিনেত্রীকে আরও বলতে দেখা যায়, এক মুহূর্ত সময়ও নষ্ট করো না। জীবন হচ্ছে একটি চলমান ঘড়ি। এ জন্য প্রতিটি মুহূর্ত নিজের পছন্দ অনুযায়ী বেঁচে থাকো। নিজের মতো মানুষ খোঁজো, আর বিষাক্ত মানুষদের জীবন থেকে ছুড়ে ফেলতেও ভয় পেয়ো না। পৃথিবী কী ভাবছে, তা নিয়ে ভেবো না। যেকোনো পরিস্থিতি কীভাবে নিচ্ছ তুমি। তা পরিবর্তন করো। কারণ, জীবন সীমাবদ্ধ। আজ আছে। এ জন্য যেভাবে বেঁচে থাকতে চাও, সেভাবেই বেঁচে থাকা শুরু করো।
আপনার রাতের ঘুম উড়িয়ে দেবে এই ওয়েব সিরিজ, ভুলেও কারও সামনে দেখবেন না
এদিকে হঠাৎই কেন এ ধরনের কথা বললেন পরিণীতি চোপড়া, তা নিয়ে প্রশ্নের সৃষ্টি হয়েছে ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের মনে। এ জন্য মন্তব্যের ঘরে নানা প্রশ্ন করছেন তারা। কেউ কেউ আবার উদ্বেগও জানিয়েছেন। একাংশ আবার স্বামী রাঘব চাড্ডার সঙ্গে দাম্পত্য কলহে হয়েছে কিনা, তা ইঙ্গিত করছেন। তবে এ ব্যাপারে এখনো কোনো মন্তব্য আসেনি রাঘব চাড্ডা কিংবা পরিণীতর কাছ থেকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।