বিশাল বড় পাইথনকে কাঁধে নিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠছে সাহসী যুবক

বিশাল বড় পাইথন

জুমবাংলা ডেস্ক : সাপ এমন একটা প্রাণী যেটাকে দেখে ভয় পায় সকলেই। কিন্তু কিছু কিছু মানুষ থাকে যারা সাপের খেলা দেখায় বা সাপ ভালোবাসে। সোশ্যাল মিডিয়ায় প্রায় সাপের বিভিন্ন রকমের ভিডিও ভাইরাল হতে দেখা যায় যেমন বাচ্চা ছেলে সাপ নিয়ে খেলছে, বা কোন ঠাকুরের পূজোয় সেখানে সাপের উপস্থিতি থাকলে মানুষ তাকে দুধ খাওয়াচ্ছে, এরকমই আরো অনেক ভিডিও।

বিশাল বড় পাইথন

তবে এবার দেখা গেল সাপের অন্যরকম একটি ভিডিও যেখানে এক অদ্ভুত কর্মকাণ্ড ঘটতে দেখা গিয়েছে। যা দেখে রীতিমতো কপালে চোখ উঠেছে নেটিজেনদের।

সম্প্রতি এবার যে ভিডিও ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে কুড়ি ফুটের এক বিশাল দৈত্যাকার পাইথনকে এক যুবক কাঁধে করে নিয়ে সিড়ি বেয়ে উঠে যাচ্ছে উপরে। এবং এই দৃশ্য দেখে চক্ষু চড়কগাছ নেটবাসীর। খুবই অবাক হওয়ার মতনই ঘটনা কারণ আমরা সকলেই জানি পাইথন কত বড় ভয়ংকর এক সাপ। যে কিনা গোটা একটা আস্ত মানুষকে গিলে ফেলতে পারে। সেই সাপটিকেই সাহসিকতার পরিচয় দিয়ে এক যুবক কাঁধে করে তুলে নিয়ে যাচ্ছে। আশ্চর্য করে এই ঘটনা সবাইকে হতবাক করে দিয়েছে।

ভিডিওটি পোস্ট করা হয়েছে instagram এর একটি অ্যাকাউন্ট থেকে যার নাম ‘ওয়ার্ল্ড অফ স্নেক’ যেখানে বহু রকম সাপের ভিডিও দেখতে পাওয়া গিয়েছে। তবে এই সাপের ভিডিওটি একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেছে। অনেকে ভিডিওটিতে কমেন্ট করেছেন। যাদের মধ্যে কেউ কেউ লিখেছেন সাহসিকতার পরিচয় দিতে গিয়ে এমন ভিডিও না বানানোই ভালো, তো কেও আবার লিখেছে পাইথন তো আস্ত গোটা মানুষকে খেয়ে ফেলে, তবে তোমাকে কেন খাচ্ছে না? নানা মানুষের নানা রকম মন্তব্য করে চলেছে ভিডিওটি নিয়ে।