বিনোদন ডেস্ক : কাশ্মীরি গালিচার উপর সেই একই আধশোয়া ভঙ্গিতে রণবীর সিংহ। তবে আর অনাবৃত নন। গায়ে দিব্যি ঝলমল করছে ফুল-পাতা ছাপানো সাদা শার্ট। সঙ্গে মানানসই ট্রাউজার্স। এ সব কখন হল?
বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিরাবরণ রণবীরকে দেখতেই অভ্যস্ত হয়ে গিয়েছেন অনেকে। নেট দুনিয়ায় হঠাৎ ভাইরাল তাঁর অনাবৃত ফটোশ্যুটের ছবি আগুন জ্বালিয়ে দিয়েছিল। সবার হাতে হাতে, ফোনে ফোনে ঘুরছিল সেই ছবি। কিন্তু শনিবার সকালে হঠাৎ অনাবৃত রণবীরকে পোশাকে ঢাকল এক অনলাইন পোশাক বিপণন সংস্থা।
দেখা যায়, রণবীরের অনাবৃত ছবিকে তারা সাজিয়েগুজিয়ে নিজেদের ব্র্যান্ডের পোশাক পরিয়ে দিয়েছে। আর নতুন পোস্টের ক্যাপশনে লিখেছে, ‘ঠিক করা হল।’
কী ঠিক করল সেই সংস্থা? এলোমেলো ছিলেন নাকি রণবীর? সেই নিয়ে শুরু হাসাহাসি। কেউ বললেন, জামায় বিছানার চাদরের মতো প্রিন্ট! কারও মন্তব্য, আগেই ভাল ছিল তো! তবে বির্তক এখন আর এক কাঠি উপরে। অনাবৃত রণবীরকেই কি দেখতে চান মানুষ?
যদিও রণবীর নিজের মুখেই জানিয়েছেন যে, পোশাক খুলতে তাঁর মোটেই আপত্তি নেই। হাজার হাজার মানুষের সামনে নিরাবরণ হতে পারেন তিনি। বাকিদের সমস্যা না হলেই হল!
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।