জুমবাংলা ডেস্ক : চলতি বছরের পবিত্র হজ ফ্লাইট শেষ হয়েছে বুধবার (১২) দুপুর ৫মিনিটে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটের মধ্যে দিয়ে শেষ হয়েছে এবারের হজযাত্রা। তবে হজ ফ্লাইট সমাপ্তির পরেও সেদিন রাতেই ঢাকা-চট্টগ্রাম-জেদ্দা ফ্লাইটে বিশেষ ব্যবস্থাপনায় ২১ জনকে হজে নিয়ে গেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম জানান, হজ ফ্লাইট শেষ হয়ে যাওয়ার কারণে ২১ জন হজযাত্রীর যাওয়া অনিশ্চিত হয়ে পড়েছিল। কোনো এয়ারলাইন্স হজযাত্রীদের পরিবহন করতে রাজি হয়নি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হজযাত্রীদের পরিবহনে এগিয়ে আসে।
তিনি জানান, সবার সহযোগিতায় সৌদি আরব কর্তৃপক্ষের বিশেষ অনুমতি নিয়ে বিমানের শিডিউল ফ্লাইটে ২১ জন হজযাত্রীকে পরিবহন করা হয়।
৯ মে থেকে ১২ জুন পর্যন্ত সৌদি আরব যাওয়ার ফ্লাইট পরিচালিত হয়েছে ২১৭টি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ১০৫টি, সৌদি এয়ারলাইন্স ফ্লাইট ৭৫টি ও ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ৩৭টি। ১৫ জুন থেকে শুরু হবে হজ। শেষে ২০ জুন দেশে ফেরার ফ্লাইট শুরু হবে। ফিরতি ফ্লাইট শেষ হবে ২২ জুলাই।
এবার হজে যেতে সরকারি-বেসরকারি ব্যবস্থাপনা মিলিয়ে মোট ৮৫ হাজার ২৫৭ জন নিবন্ধন করেন। এরমধ্যে কিছু মানুষ হজে যাননি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।