বিনোদন ডেস্ক : আজকের দিনটি তার জীবনে অত্যন্ত বিশেষ। কারণ এই দিনেই মূলত কাজী শারমিন নাহিদ নুপুর রূপালি ভুবনে আত্মপ্রকাশ করেছিলেন। যিনি পরবর্তীতে শাবনূর নামে দেশজুড়ে খ্যাতি পান।
১৯৯৩ সালের ১৫ অক্টোবর ‘চাঁদনী’ নামের ছবিটি মুক্তি পায়। সেই সুবাদে রবিবার (১৫ অক্টোবর) ঢালিউডে শাবনূরের তিন দশক পূর্ণ হয়েছে। দূর প্রবাস থেকেই নিজের জীবনের উজ্জ্বলতম অধ্যায়ের স্মৃতিচারণা করলেন, জানালেন সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা।
শাবনূর বলেন, চলচ্চিত্র ক্যারিয়ারে অনেক গুণী পরিচালকের ছবিতে কাজ করার সুযোগ হয়েছে। মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘দুই নয়নের আলো’ (২০০৫) ছবিটি আমাকে এনে দিয়েছিল জাতীয় চলচ্চিত্র পুরস্কারের সম্মান। তারকা জরিপে শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী বিভাগে ১০ বার মেরিল-প্রথম আলো পুরস্কার পেয়েছি। এছাড়াও ৬ বার বাচসাস পুরষ্কার লাভ করি। প্রবল দর্শক চাহিদার জন্য প্রযোজক-পরিচালকরা আমাকে নিয়ে ছবি নির্মাণে অত্যন্ত আগ্রহী হওয়ায় আমার পক্ষে ১৫৮টি ছবির বিশাল মাইলফলক ছোঁয়া সম্ভব হয়েছে।
নিজের অভিনীত দর্শকপ্রিয়, সফল কিছু ছবির নামও উল্লেখ করেছেন শাবনূর। তিনি বলেন, প্রতিটি ছবিই তার ভীষণ প্রিয়। সহশিল্পী প্রয়াত সালমান শাহ, মান্না ভাই, ওমর সানী, বাপ্পারাজ, আমিন খান, অমিত হাসান, রিয়াজ আহমেদ, ফেরদৌস আহমেদ, শাকিল খান ও শাকিব খানের অবদান আমার চলচ্চিত্র ক্যারিয়ারে অনেক বেশি।
এছাড়া প্রযোজক, পরিচালক, চিত্রনাট্যকার, নেপথ্য কণ্ঠশিল্পী, ক্যামেরাম্যান, ছবির সঙ্গে জড়িত সব কুশলী ও গণমাধ্যমকর্মীদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শাবনূর।
বাজার কাঁপাতে আসছে টিভিএস এর নতুন বাইক, যেমন মাইলেজ তেমনই ফিচার
প্রসঙ্গত, শাবনূর এখন বসবাস করছেন অস্ট্রেলিয়ার সিডনিতে। শেষ তাকে পর্দায় দেখা গিয়েছিল ২০১৮ সালে। তবু মনেপ্রাণে এখনও সিনেমাতেই মিশে আছেন এই সুদর্শনা। তবে একাধিকবার সিনেমায় ফেরার ঘোষণা, ইঙ্গিত দিয়েছিলেন শাবনূর। কিন্তু সেটা আর হয়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।