স্পোর্টস ডেস্ক : দুদিন ধরে দেশের ক্রিকেটে সবচেয়ে বেশি আলোচিত নাম তামিম ইকবাল। গত বৃহস্পতিবার (৬ জুলাই) সংবাদ সম্মেলন ডেকে তামিমের অবসরের সিদ্ধান্ত জানানোর পর থেকেই আলোচনার শুরু। এরপর দুদিনে ঘটেছে অনেক কিছুই। শেষমেশ সবকিছুর ইতি টানেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ক্রিকেট বোর্ডকে কিছু না জানিয়ে আফগানিস্তান সিরিজের মাঝপথে হুট করেই অবসরের ঘোষণা দেন তামিম। প্রাথমিকভাবে বোঝা যাচ্ছিল, কোনো ক্ষোভ কিংবা অভিমানে এমন সিদ্ধান্ত নিয়েছেন তামিম। জরুরি বৈঠক ডেকে ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নেয়, তামিমকে অবসর থেকে সরে আসার অনুরোধ করবেন তারা। তবে তামিমকে পাওয়াই তো মুশকিল।
অবসর ঘোষণার পরদিন পর্যন্ত তামিমের সঙ্গে যোগাযোগ করতে পারেননি ক্রিকেট বোর্ডের কেউই। অবশেষে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে ব্যাপারটির সমাধান হয়। মাশরাফী বিন মোর্ত্তজার মাধ্যমে তামিমকে গণভবনে ডেকে নিয়ে তার সঙ্গে তিন ঘণ্টা আলোচনা করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর নির্দেশে এরপর অবসর থেকে সরে আসার সিদ্ধান্ত জানান ওয়ানডে অধিনায়ক।
বিশ্বকাপের মাত্র তিন মাস আগে বাংলাদেশের ওয়ানডে অধিনায়কের অবসরের সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করেছিল আইসিসি। আন্তর্জাতিক তারকারাও তাদের প্রতিক্রিয়া জানিয়েছিলেন। তামিমের ফিরে আসায়ও প্রতিক্রিয়া জানিয়েছেন কেউ কেউ। এ তালিকায় আছেন ভারতীয় বোলিং অলরাউন্ডার রবীচন্দন অশ্বিন।
তামিমের অবসর ঘোষণার মতোই তার ফিরে আসার খবর নিজেদের টুইটার অ্যাকাউন্টে প্রচার করেছে ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফো। তাদের সেই টুইট শেয়ার করে বিস্ময় প্রকাশ করেছেন ভারতীয় স্পিনার রবিচন্দ্র অশ্বিন। বিস্ময়সূচক ইমোজি দিয়ে সেখানে লিখেছেন, ‘অবাক।’
তামিমের ফিরে আসায় অবশ্য আনন্দিত হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি পেসার এবং ধারাভাষ্যকার ইয়ান বিশপ। ওয়ানডে অধিনায়কের ফিরে আসায় উচ্ছ্বাস প্রকাশ করে টুইট করেছেন তিনি। টুইটে তিনি লিখেছেন, ‘আমি খুবই খুশি হয়েছি তামিম ফিরে আসায়। বাংলাদেশের ইতিহাসে আমার সবচেয়ে পছন্দের দুই ব্যাটারের একজন তিনি।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।