আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের বৃহত্তম নিয়োগকারী কর্তৃপক্ষ হিসেবে উঠে এসেছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নাম। সম্প্রতি এ নিয়ে জার্মানির এক বেসরকারি প্রতিষ্ঠানের এক সমীক্ষা প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
চলতি বছর বিশ্বের বিভিন্ন দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মচারীর সংখ্যার ওপর সমীক্ষা চালায় জার্মানির ওই প্রতিষ্ঠান ‘স্টাস্টিটা’। তাদের প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে সামরিক ও বেসামরিক মিলিয়ে ২৯ লাখ ২০ হাজার কর্মী নিয়োজিত ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে।
একই সময়ে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে কাজ করে ২৯ লাখ ১০ হাজার মানুষ। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে কর্মচারীর সংখ্যা বর্তমানে ২৫ লাখ। তবে চীন বেসামরিক কোনো ব্যক্তিকে প্রতিরক্ষা খাতের চাকরিতে নিয়োগ করে না।
জার্মানির হামবুর্গের ওই সমীক্ষা প্রতিষ্ঠানের তরফে বলা হয়েছে, বিশ্বজুড়ে সব দেশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ে কর্মচারীর সংখ্যা কমাচ্ছে। সেখানে ভারতের ক্ষেত্রে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে নিয়োগের খুব একটা হেরফের হয়নি। আর ২১ শতাব্দীর প্রথম দশকেও যুক্তরাষ্ট্রের মতো সমান তালে প্রতিরক্ষায় নিয়োগ করত চীন। পরবর্তীকালে লোক নিয়োগ ধীরে ধীরে কমিয়ে দেয় যুক্তরাষ্ট্র।
তার পরও চীন ও যুক্তরাষ্ট্রে সেনার সংখ্যা এখনো অনেকটাই বেশি। নিকট ভবিষ্যতে ভারতও সেই দিকে পা বাড়াতে পারে বলে জার্মান ওই সমীক্ষায় দাবি করা হয়েছে। নিয়োগের পাশাপাশি প্রতিরক্ষা খাতে ব্যয়ের বিষয়টিও তুলে ধরা হয়েছে প্রতিবেদনে। সূত্র : এই সময়
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।