বিনোদন ডেস্ক : অস্কারজয়ী সুরকার এ আর রহমান ও তার স্ত্রী সায়রা বানু ২৯ বছরের সংসারে ইতি টেনেছেন। মঙ্গলবার দিবাগত রাতে খবরটি প্রকাশ্যে আসার পর থেকে খবরের শিরোনামে রয়েছেন তারা। বাবা-মায়ের বিচ্ছেদ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন তাদের তিন সন্তান।
ইন্ডিয়ান এক্সপ্রেস, টাইমস অব ইন্ডিয়াসহ বেশ কয়েকটি ভারতীয় সংবাদমাধ্যম ঘেঁটে জানা গেছে, এ আর রহমান ও সায়রা বানুর তিন সন্তান রয়েছেন- খাদিজা, রহিমা ও আমিন। সন্তানেরা কে কী করেন, তা নিয়ে অনেকে আগ্রহী।
তিনজনই বাবাকে অনুসরণ করে সংগীতের সঙ্গে রয়েছেন। এর মধ্যে খাদিজা রহমান সবচেয়ে পরিচিত। ২০১০ সালে সায়েন্স ফিকশন সিনেমা ‘রোবট’ দিয়ে প্লেব্যাকে অভিষেক ঘটেছে খাদিজার। এর বাইরে বেশ কয়েকটি তামিল, তেলেগু ও হিন্দি সিনেমায় বাবা এ আর রহমানের সঙ্গে টাইটেল ট্র্যাক করেছেন খাদিজা। ২০১৯ সালে আইরিশ ব্যান্ড ‘ইউটু’র সঙ্গে গেয়েছেন খাদিজা। ২০২৩ সালে খাদিজার প্রথম অ্যালবাম ‘কুহু কুহু’ প্রকাশিত হয়েছে।
২১ বছর বয়সি আমিনও প্লেব্যাক গায়ক ও সুরকার হিসেবে পরিচিত। ২০১৫ সালে তামিল সিনেমায় গায়ক হিসেবে অভিষেক ঘটে আমিনের। বেশ কয়েকটি সিনেমা ও মিউজিক ভিডিওতে কাজ করেছেন তিনি।
গাছ কাটা নিষেধ, তাই বৃক্ষকেই ৪ তলা বাড়ি বানিয়ে ফেললেন ব্যাক্তি
এ আর রহমান ও সায়রা বানুর আরেক মেয়ে রহিমাও সংগীতের সঙ্গেই আছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।