বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই অন্যের বিবাহবার্ষিকী পালনে ব্যস্ত ঐশ্বরিয়া

ঐশ্বরিয়া

বিনোদন ডেস্ক :কয়েক মাস ধরে বলিপাড়ায় চলছে গুঞ্জন। অভিষেক বচ্চনের সাথে নাকি দাম্পত্য জীবনের ইতি টানছেন ঐশ্বরিয়া রায়। গত পহেলা নভেম্বর নিজের ৫০তম জন্মদিন একাই কাটিয়েছিলেন সাবেক বিশ্বসুন্দরী। এসময় কেবল তার পাশে ছিল মেয়ে আরাধ্যা বচ্চন এবং মা বৃন্দা রায়।

ঐশ্বরিয়া

সে দিন ঐশ্বরিয়ার পাশে অভিষেককেও দেখা যায়নি। কেবল সামাজিক যোগাযোগমাধ্যমেই স্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন জুনিয়র বচ্চন। সম্প্রতি অভিষেক ও ঐশ্বরিয়াকে বিয়ের আংটি ছাড়াই দেখা গেছে বিভিন্ন অনুষ্ঠানে।

এর মধ্যেই অন্যের বিবাহবার্ষিকী উদযাপনে মজলেন ঐশ্বরিয়া। চলতি বছরের এপ্রিল মাসে নিজেদের ১৬তম বিবাহবার্ষিকী পালন করেছেন অভিষেক ও ঐশ্বরিয়া। এরপরই শোনা যায় তাদের ভাঙনের গুঞ্জন। এর মাঝেই নিজের মা-বাবার বিবাহবার্ষিকী পালন করলেন নায়িকা। ২০১৭ সালে প্রয়াত হয়েছেন ঐশ্বর্যার বাবা কৃষ্ণরাজ রায়।

এখন মা বৃন্দার সঙ্গে অনেকটা সময় কাটান নায়িকা, সঙ্গে থাকে তার মেয়ে আরাধ্যাও। সামাজিক যোগাযোগমাধ্যমে মা ও বাবার একটি পুরনো ছবি পোস্ট করেন ঐশ্বরিয়া। ছবির বিবরণীতে লেখেন, ‘তোমাদের আজীবন ভালবাসি। তোমাদের বিবাহবার্ষিকীতে অনেক শুভেচ্ছা!’

প্রেমে পড়লে গোপনে যা করে মেয়েরা

ঐশ্বরিয়ার পোস্ট করা এই ছবি দেখেছেন অভিষেকও। স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের গুঞ্জন শোনা গেলেও নিজের শ্বশুর-শাশুড়ির বিবাহবার্ষিকীতে ঐশ্বরিয়ার পোস্টে ‘লাইক’ দিতে ভোলেননি জুনিয়র বচ্চন। তবে কি মতপার্থক্য ভুলে শান্তিতে সংসার করার চেষ্টাই করছেন ঐশ্বর্যা ও অভিষেক দু’জনেই? কৌতূহল নেটিজেনদের।