বিনোদন ডেস্ক : তাদের প্রেমবিচ্ছেদ হয়েছে বছর খানেক আগেই। তার পরও বলিউডের সাবেক মিস ইউনিভার্স সুস্মিতা সেনের পাশেই রয়েছেন তার সেই কমবয়সী প্রেমিক রোহমান শল। সম্প্রতি সুস্মিতা হার্ট অ্যাটাকের পরও তার পাশেই দেখা গেছে রোহমানকে। কয়েকদিন আগে মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে সাবেক প্রেমিকাকে চেকআপ করাতে নিয়ে যেতে দেখা যায় তাকে।
এছাড়া অ্যাঞ্জিওপ্লাস্টির ১৫ দিন হওয়ার আগেই ল্যাকমে ফ্যাশন উইকের র্যাম্পে শো স্টপার হয়ে হেঁটেছেন সুস্মিতা। সেখানেও তাকে একা ছাড়েননি রোহমান। ওই অনুষ্ঠানের র্যাম্প ওয়াক শেষ করে ফেরার সময় সুস্মিতার পাশে পাশে থাকতে দেখা যায় তাকে।
সুস্মিতা সেন গত ২ মার্চ প্রথমবার সোশ্যাল মিডিয়ায় জানান দুদিন আগেই তার হার্ট অ্যাটাক হয়েছিল, অ্যাঞ্জিওপ্লাস্টি হয়েছে, স্টেন্ট বসেছে। আচমকা এমন খবরে সবাই হতবাক হয়েছিলেন। সুস্মিতা জানান তার প্রধান ধমনীগুলোর একটির ৯৫ শতাংশ ব্লকেজ ছিল। তবে অ্যাঞ্জিওপ্লাস্টি হওয়ার ৭ দিন পর চিকিৎসকদের অনুমতি নিয়ে শরীরচর্চা শুরু করেন সুস্মিতা, আবার কাজেও ফিরেছেন।
এই গোটা জার্নিতে সবসময় সুস্মিতার পাশেই থেকেছেন তার প্রাক্তন প্রেমিক রোহমান শল। বছর চারেক আগে কাজের সূত্রে আলাপ হয়েছিল এই অসম জুটি। সেখান থেকেই প্রেম। সুস্মিতার বাড়িতে রাত-বিরাতে অবাধ যাতায়াত ছিল রোহমানের। নায়িকার দুই পালিত কন্যার সঙ্গে বেশ সখ্যতা ছিল তার। কিন্তু গত বছর বছর ভেঙে যায় সুস্মিতা-রোহমানের সেই সম্পর্ক।
যদিও এই প্রথম নয়, এর আগেও অনেক বার প্রেমে পড়েছেন বলিউডের অন্যতম সুন্দরী নায়িকা সুস্মিতা সেন। তার প্রেমিকদের তালিকায় অভিনেতা, ব্যবসায়ী থেকে শুরু করে আছেন ক্রিকেটারও। কিন্তু হাফ ডজনের বেশি সম্পর্কে জড়িয়েও বিয়ের পিঁড়িতে বসেননি সুস্মিতা। আর বসবেন বলেও মনে হয় না। ৪৭ বছর বয়সে পালিত দুই কন্যাকে নিয়েই তিনি বেশ আছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।