Close Menu
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Facebook X (Twitter) Instagram
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Bangla news
Home বিচ্ছেদের তালিকায় টালিউডের যেসব তারকা
বিনোদন

বিচ্ছেদের তালিকায় টালিউডের যেসব তারকা

Shamim RezaAugust 14, 20233 Mins Read
Advertisement

বিনোদন ডেস্ক : টেলিভিশন জগতে এমন একাধিক অভিনেত্রী রয়েছেন যারা নিজেদের কেরিয়ারে সাফল্যের চূড়ান্ত শিখরে উঠলেও ব্যক্তিগত জীবনে চলার পথে খেয়েছেন হোঁচট। মনের মানুষের সঙ্গে সারাটা জীবন কাটাবেন বলে গাঁটছড়া বাঁধলেও বিচ্ছেদের পথে হেঁটেছেন তারা। তাদের মধ্যে কেউ বর্তমানে নিজেদের কেরিয়ার নিয়ে ব্যাস্ত, কেউ আবার অভিনয়ের পাশাপাশি নতুন সংসার নিয়ে ব্যাস্ত। টেলি অভিনেত্রীদের এই তালিকায় রয়েছে শ্বেতা তিওয়ারি, চাহাত খান্না এবং চারু আসোপার মতো তারকার নাম।

টালিউডের তারকা

শ্বেতা তিওয়ারি : ‘কসৌটি জিন্দেগি কে’ হিন্দি ধারাবাহিকে অভিনয় করে জনপ্রিয়তার শিখরে পৌঁছান শ্বেতা তিওয়ারি। কিন্তু পেশাগত জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও চর্চায় আসেন অভিনেত্রী।

অভিনেতা রাজা চৌধরিকে ১৯৯৮ সালে বিয়ে করেছিলেন শ্বেতা। বিয়ের দু’বছরের মধ্যে কন্যা পলক তিওয়ারির জন্ম দেন শ্বেতা। কিন্তু রাজার সঙ্গে শ্বেতার সম্পর্ক ভাল ছিল না। বিয়ের ন’বছর পর ২০০৭ সালে বিচ্ছেদ হয় অভিনেত্রীর।

তার পর অভিনেতা অভিনব কোহলির সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন অভিনেত্রী। তিন বছর সম্পর্কে থাকার পর অভিনবকে বিয়ে করেন শ্বেতা। বিয়ের পর পুত্রসন্তানের জন্ম দেন তিনি। কিন্তু অভিনবের সঙ্গেও শ্বেতার সংসার সুখের ছিল না। অভিনবের সঙ্গে ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে বিবাহবিচ্ছেদ হয়ে যায় শ্বেতার। বর্তমানে দুই সন্তান এবং কেরিয়ার নিয়ে ব্যস্ত শ্বেতা।

দীপিকা কাকর : ‘সসুরাল সিমর কা’ ধারাবাহিকে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছিলেন টেলিপাড়ার অভিনেত্রী দীপিকা কাকর। রৌণক স্যামসন নামে এক ব্যক্তিকে ২০১১ সালে বিয়ে করেন এ অভিনেত্রী। কিন্তু তাদের সংসার বেশি দিন টেকেনি। ২০১৫ সালে বিচ্ছেদ হয় দু’জনের।

বিচ্ছেদের পর সহ-অভিনেতা শোয়েব ইব্রাহিমের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন দীপিকা। ‘সসুরাল সিমর কা’ ধারাবাহিকের সেটে বন্ধুত্ব থেকে দু’জনের প্রেম হয়। ২০১৮ সালে শোয়েবের সঙ্গে বিয়ে করেন দীপিকা। বিয়ের পর ইসলাম ধর্মগ্রহণ করেছেন অভিনেত্রী। নিজের নাম পরিবর্তন করে রেখেছেন ফইজা।

রাশমি দেসাই: ‘উত্তরণ’ ধারাবাহিকের অভিনেত্রী রাশমি দেসাই তার সহ-অভিনেতা নন্দিশ সান্ধুকে ২০১১ সালে বিয়ে করেন। ২০১৬ সালের মার্চ মাসে তাদের বিচ্ছেদও হয়ে যায়।

২০১৯ সালে ‘বিগ বস’ রিয়্যালিটি শোয়ের ১৩তম পর্বে প্রতিযোগী হিসাবে অংশগ্রহণ করেন রাশমি। শোয়ের প্রতিযোগী আরহান খানের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন অভিনেত্রী।

কিন্তু আরহানের জীবনের গোপন তথ্য প্রকাশ্যে আনেন ‘বিগ বস’-এর সঞ্চালক বলি অভিনেতা সালমান খান। তিনি জানান, আরহান বিবাহিত ছিলেন এবং এক সন্তানের বাবাও তিনি। এই সত্য রাশমির কাছ থেকে গোপন করে রেখেছিলেন আরহান। পরে আরহানের সঙ্গে সম্পর্কে ইতি টানেন অভিনেত্রী।

চাহাত খান্না: ‘কুমকুম এক প্যারা সা বন্ধন’, ‘বড়ে আচ্ছে লগতে হ্যায়’ ধারাবাহিকে অভিনয় করতে দেখা গিয়েছে চাহাত খান্নাকে। ১৬ বছর বয়স থেকেই অভিনয় জগতে নিজের কেরিয়ার শুরু করেছিলেন তিনি।

২০০৬ সালে ভরত নরসিংঘানিকে বিয়ে করেছিলেন চাহাত। বিয়ের কয়েক মাস পর ভরতের বিরুদ্ধে শারীরিক হেনস্থার অভিযোগ আনেন অভিনেত্রী। তারপর বিচ্ছেদও হয়ে যায় তার।

এরপর ফারহান মির্জাকে ২০১৩ সালে বিয়ে করেন চাহাত। এই সর্ম্পকটাও বেশিদিন টেকেনি। ২০১৮ সালে বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেন চাোত। বর্তমানে সন্তানদের নিয়ে দিন কাটাচ্ছেন অভিনেত্রী।

বারখা বিশত: হিন্দি ধারাবাহিক এবং ছবির পাশাপাশি বাংলা সিনেমাতেও অভিনয় করে পরিচিতি গড়ে তুলেছেন বারখা বিশত। সহ-অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্তকে ২০০৮ সালে বিয়ে করেন তিনি। বিয়ের তিন বছর পর কন্যাসন্তানের জন্ম দেন বারখা।

ইন্দ্রনীলের সঙ্গে ২০২১ সালে বিচ্ছেদ হয়ে যায় বারখার। বিচ্ছেদের পর অভিনেতা-প্রযোজক আশিস শর্মার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন বারখা।

চারু আসোপা: হিন্দি ধারাবাহিকের পরিচিত মুখ চারু আসোপার ব্যক্তিগত জীবনেও কম ঝড় যায়নি। ‘দিয়া অওর বাতি হম’, ‘বাল বীর’, ‘দেবো কা দেব… মহাদেব’-এর মতো একাধিক ধারাবাহিকে অভিনয় করেন তিনি।

রাজস্থানের এক ব্যবসায়ীকে বিয়ে করেন চারু। মতের অমিলের কারণে ২০১৬ সালে বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেন অভিনেত্রী। তারপর নীরজ মালবীয় নামে এক ব্যক্তির সঙ্গে সম্পর্কে জড়ান অভিনেত্রী। রাজস্থানে বাগদান পর্ব সারেন নীরজ এবং চারু। কিন্তু ২০১৭ সালে তাদের সম্পর্ক ভেঙে যায়।

মাম্মি মাম্মি করে মালকিনকে ডাকছে টিয়া পাখি, তুমুল ভাইরাল ভিডিও

২০১৯ সালে বলি অভিনেত্রী সুস্মিতা সেনের ভাই রাজীব সেনকে বিয়ে করেন চারু। বিয়ের পর চারু এবং রাজীবের সম্পর্ক নিয়ে কম জলঘোলা হয়নি। শারীরিক এবং মানসিক নির্যাতন, বিবাহ-বহির্ভূত সম্পর্ক স্বামীর বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল চারুর। চার বছরের দাম্পত্য জীবনের পর চলতি বছরের ৮ জুন রাজীবের সঙ্গে বিচ্ছেদ হয় এই অভিনেত্রীর।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
টালিউডের টালিউডের তারকা তারকা তালিকায় বিচ্ছেদের বিনোদন যেসব
Related Posts
গায়িকা মেগান ট্রেইনর

২৭ কেজি ওজন কমিয়ে চমকে দিলেন মেগান

December 27, 2025
লুবাবা

মিডিয়া ছেড়ে কোরআন খতম দিয়েছেন লুবাবা, প্রকাশ্যে আর মুখ দেখাবেন না

December 27, 2025
সালমান খান

বিয়ের কার্ড ছাপার পরেও কেন অবিবাহিত সালমান খান?

December 27, 2025
Latest News
গায়িকা মেগান ট্রেইনর

২৭ কেজি ওজন কমিয়ে চমকে দিলেন মেগান

লুবাবা

মিডিয়া ছেড়ে কোরআন খতম দিয়েছেন লুবাবা, প্রকাশ্যে আর মুখ দেখাবেন না

সালমান খান

বিয়ের কার্ড ছাপার পরেও কেন অবিবাহিত সালমান খান?

জেমস

হামলায় জেমসের কনসার্ট পণ্ড, অবশেষে মুখ খুললেন জেমস

সালমানের সেরা ১০ সংলাপ

জন্মদিনে সালমানের সেরা ১০ সংলাপ

মোশাররফ করিম

মুখ খুললেন মোশাররফ করিম

আজমেরী হক বাঁধন

তারেক রহমানের প্রত্যাবর্তনের মধ্যে আশার আলো খুঁজে পেয়েছি: বাঁধন

koel

কেউ তাতিয়ে দিলেই খারাপ কথা বলি না : কোয়েল

অভিনেত্রী দিব্যা ভারতী

দিব্যা ভারতীর মৃত্যুর আগে যা ঘটেছিল

শুভশ্রী

ক্ষমা চাইলেন কবীর সুমন, কাঁদলেন শুভশ্রী

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Editorial Team Info
  • Funding Information
  • Ethics Policy
  • Fact-Checking Policy
  • Correction Policy
© 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.