বিনোদন ডেস্ক : ২২ বছর আগে স্ত্রী পিলু বিদ্যার্থীকে ডিভোর্স দেওয়ার পর গত সপ্তাহে ফ্যাশন উদ্যোক্তা রূপালী বড়ুয়াকে বিয়ে করেন অভিনেতা আশিস বিদ্যার্থী। সম্প্রতি একটি সাক্ষাত্কারে অভিনেতা কথা বলেছেন প্রাক্তন স্ত্রীর কাছ থেকে আলাদা হওয়ার বিষয় নিয়ে। সেইসঙ্গে কেন রূপালী বড়ুয়াকে বিয়ে করার সিদ্ধান্ত নিলেন তাও জানিয়েছেন।
কিছুদিন আগেই রূপালী বড়ুয়াকে বিয়ে করেছেন অভিনেতা আশিস বিদ্যার্থী। তিনি জানিয়েছেন, প্রাক্তন স্ত্রীর কাছ থেকে আলাদা হওয়ার সিদ্ধান্তটি সহজ ছিল না। তারা দুজনেই কয়েক মাস ধরে সবকিছু ঠিকঠাক করার চেষ্টা করেছিলেন এবং শেষ পর্যন্ত হাল ছেড়ে দিতে বাধ্য হন।
আশিস বিদ্যার্থী সাক্ষাত্কারে আরও জানিয়েছেন, রূপালী বড়ুয়ার মধ্যে দ্বিতীয়বারের মতো প্রেম খুঁজে পেয়েছেন তিনি।
নিজের প্রথম স্ত্রী পিলু সম্পর্কে দ্য টেলিগ্রাফকে আশিস বলেন, আমরা কয়েক মাস ধরে একে অপরের সাথে কাজ করেছি। অবশেষে আমরা দেখলাম আমরা দুজনেই একটি সিদ্ধান্তে পৌঁছেছি, তবে এটা রাতারাতি সিদ্ধান্ত ছিল না।
অভিনেতা জানান, তার এবং তার প্রাক্তন স্ত্রীর মধ্যে কোন তিক্ততা নেই। তারা তাদের পুত্র আরথকে একসঙ্গেই লালন-পালন বা দেখভাল করছেন। তিনি বলেন, আমি কোনভাবেই তাকে ঘৃণা করতে পারি না। পিলু ও আমি চমৎকার স্মৃতি নিয়ে চলছি। পিলুর সঙ্গে আমি কখনও আমার ছেলের মায়ের মতো ব্যবহার করিনি, সে আমার বন্ধু…।
আশিস বলেন, পিলুর সঙ্গে বিচ্ছেদের বিষয়টি খুব বেদনাদায়ক ছিল। বিচ্ছেদে কষ্ট পেয়েছি, এটা খুবই কঠিন। পিলু, আমি ও মোগলি (তাদের ছেলে) সবাই কষ্টের মধ্য দিয়ে গিয়েছি…।
নতুন বিহাবিত স্ত্রী রুপালীর সঙ্গে প্রেমের গল্প কীভাবে শুরু হয়েছিল, সে সম্পর্কে বিদ্যার্থী বলেন, গত বছর আমার একটি ব্লগিং অ্যাসাইনমেন্টের সময় রূপালীর সঙ্গে দেখা করেছিলাম। ধীরে ধীরে আমরা চ্যাটিং শুরু করি। আমি বুঝতে পারছিলাম তিনিও বিচ্ছেদের ব্যথা অতিক্রম করেছেন। তিনি পাঁচ বছর আগে তার স্বামীকে হারিয়েছেন এবং আবার বিয়ের কথাও ভাবেননি।
রুপালীকে নিয়ে আশিস আরও বলেন, আমরা যখন কথা বলছিলাম, তখন উভয়েই বুঝতে পারছিলা যে, একটি সম্ভাবনা রয়েছে জীবনকে নতুন করে দেখার। এরপর বিয়ে করার কথা বিবেচনায় আসে।
সম্প্রতি ‘পিচার্স ২’-এ অভিনয় করা আশিস বিদ্যার্থী তার সোশ্যাল মিডিয়া অনুগামীদের সঙ্গে একটি ভিডিও বার্তা শেয়ার করে বিয়ের খবর জানান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।