আন্তর্জাতিক ডেস্ক : ক্রমশই ঘনীভূত হচ্ছে বাণিজ্যযুদ্ধ। ভারত, ব্রিটেন, চীন ও অস্ট্রেলিয়ার মতো একের পর এক দেশের ওপর শুল্ক চাপিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। চীন বাদে আর কোনো দেশ পালটা শুল্ক আরোপ করেনি। এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, বাণিজ্যযুদ্ধ এতো সহজ নয়। আর চীন শুল্ককে অস্ত্র হিসেবে ব্যবহার না করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে। এদিকে মার্কিন প্রশাসন ১০ শতাংশ শুল্ক সংগ্রহ শুরু করেছে।
ট্রাম্প-চীন পালটাপালটি
ট্রুথ সোশ্যালে প্রকাশিত একটি নতুন পোস্টে ট্রাম্প দাবি করেছেন যে চীন মার্কিন যুক্তরাষ্ট্রের চেয়েও বেশি আঘাত পেয়েছে। যুক্তরাষ্ট্রের উপর প্রতিশোধমূলক ৩৪ শতাংশ শুল্ক আরোপের মাধ্যমে স্পষ্ট ইঙ্গিত দেওয়া হলো। তিনি দাবি করেন, চীন এবং অন্যান্য অনেক দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্যায্য আচরণ করছে। কিন্তু আমরা আর আগের মতো বোকা থাকব না।
আমরা চাকরি এবং ব্যবসায় সুযোগ ফিরিয়ে আনছি। তিনি জানান, ইতিমধ্যে পাঁচ ট্রিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ এসেছে এবং দ্রুত বৃদ্ধি পাচ্ছে। ট্রাম্প লিখেছেন, এটি একটি অর্থনৈতিক বিপ্লব এবং এতে যুক্তরাষ্ট্রই জিতবে। যদিও এটা সহজ নয়, তবে শেষ ফলাফলটি ঐতিহাসিকই হবে। ট্রাম্প গত বুধবার নতুন শুল্ক আরোপের ঘোষণা দেওয়ার পর থেকে বিশ্বব্যাপী শেয়ার বাজারগুলো অস্থির হয়ে পড়েছে, কারণ আসন্ন মন্দার সতর্কতা বৃদ্ধি পাচ্ছে।
এদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে মার্কিন শুল্ক আরোপের পর চীন তার সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং উন্নয়ন স্বার্থ রক্ষার জন্য পদক্ষেপ নিয়েছে এবং এটা অব্যাহত রাখবে। মন্ত্রণালয় বলেছে যে যুক্তরাষ্ট্রের উচিত চীনের অর্থনীতি ও বাণিজ্যকে রুখতে শুল্ককে অস্ত্র হিসেবে ব্যবহার এবং চীনা জনগণের বৈধ উন্নয়ন অধিকারকে ক্ষুণ্ন করার নীতি বন্ধ করা’।
অন্যদিকে বিশ্বের সিংহভাগ দেশ থেকে সব আমদানি পণ্যে প্রেসিডেন্ট ট্রাম্প যে ১০ শতাংশ শুল্ক আরোপ করেছেন, তা নেওয়া শুরু করেছে যুক্তরাষ্ট্র। নির্দেশ অনুযায়ী শনিবার প্রথম প্রহর থেকেই মার্কিন কর্মকর্তারা যুক্তরাষ্ট্রে ঢোকা পণ্য থেকে নতুন এ শুল্ক নেওয়া শুরু করেন। ৫৭টি বড় বাণিজ্য অংশীদারের ওপর ট্রাম্প আরো বেশি শুল্ক চাপিয়েছেন, তা বুধবার থেকে নেওয়া শুরু হবে।
ট্রাম্পবিরোধী বিক্ষোভের প্রস্তুতি
প্রেসিডেন্ট ট্রাম্প ও ধনকুবের মিত্র ইলন মাস্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র জুড়ে সহস্রাধিক বিক্ষোভ মিছিলের পরিকল্পনা করা হয়েছে। সরকার পরিচালনায় নতুন প্রশাসনের অতি রক্ষণশীল নীতির প্রতিবাদের স্থানীয় সময় শনিবার (গতকাল) মাঠে নামতে যাচ্ছেন মার্কিনিরা।
বিক্ষোভ আয়োজনকারী একটি গোষ্ঠী, ইনডিভাইজিবল এর সহ-প্রতিষ্ঠাতা আজরা লেভিন বলেছেন, ট্রাম্প, মাস্ক, রিপাবলিকান সমর্থক- যারাই তাদের মাগা (মেইক আমেরিকা গ্রেইট অ্যাগেইন) পরিকল্পনা নিয়ে অগ্রসর হচ্ছে, আজকের বিক্ষোভের মাধ্যমে তাদের সবার কাছে একটি স্পষ্ট বার্তা দেওয়া হবে। আমাদের গণতন্ত্র, সমাজ, শিক্ষাঙ্গন, বন্ধুবান্ধব ও প্রতিবেশিদের জীবনে ট্রাম্প প্রশাসনের হস্তক্ষেপ আমরা চাই না।—রয়টার্স ও সিএনএন
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।