জুম-বাংলা ডেস্ক : ছোট-বড় মিলিয়ে গোটা বিশ্বে ১৯৫ টি স্বঘোষিত দেশ রয়েছে। এবং এর প্রত্যেকটিরই প্রাকৃতিক সৌন্দর্য থেকে শুরু করে জনগণের দৈনন্দিন ব্যবহৃত ভাষা সব কিছুই আলাদা আলাদা। একইসঙ্গে রয়েছে একাধিক ভিন্ন নিয়মাবলী এবং আইনও। তবে এগুলির মধ্যে আয়তনের দিক থেকে সবচেয়ে ক্ষুদ্র দেশ কোনগুলি তা অধিকাংশেরই অজানা। এ প্রতিবেদনে রইলো বিশ্বের সবচেয়ে স্বল্প আয়তনের ৫ টি দেশের বিবরণ।
ভ্যাটিকান সিটি
ইতালির রাজধানী রোমের অন্যতম স্বাধীন রাষ্ট্র হলো ভ্যাটিকান সিটি। নিজের স্বল্প আয়তনের জন্য বিশ্বের সবচেয়ে ক্ষুদ্র দেশগুলির তালিকায় প্রথমেই জায়গা করে নিয়েছে এটি। এর গড় আয়তন ০.৪৪ বর্গ কিলোমিটার।
মোনাকো
ইউরোপের অন্যতম রাষ্ট্র মোনাকো জনঘনত্বের দিক থেকে সর্ববহুল হলেও এই দেশ আয়তনের নিরিখে পৃথিবীর দ্বিতীয় ক্ষুদ্রতম দেশের তকমা পেয়েছে। দেশটির আয়তন ১.৯৫ বর্গ কিলোমিটার।
নাউরু
দক্ষিন প্রশান্ত মহাসাগরের মাইক্রোনেশিয়া অঞ্চলে অবস্থিত নাউরু প্রজাতন্ত্র পৃথিবীর তৃতীয় ক্ষুদ্রতম দেশ। এর গড় আয়তন ২১ বর্গ কিলোমিটার।
টুভালু
টুভালু হল দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় একটি দ্বীপ রাষ্ট্র। দেশটির আয়তন ২৬ বর্গ কিলোমিটার হওয়ায় এটি পৃথিবীর ক্ষুদ্রতম দেশগুলির তালিকায় ৪ নম্বরে রয়েছে।
সান মারিনো
মাত্র ৬১ বর্গ কিলোমিটার আয়তন জুড়ে থাকা ইউরোপের সান মারিনো দেশটি বিশ্বের সবচেয়ে ছোট দেশ গুলির মধ্যে পঞ্চম স্থান অধিকার করেছে।
ডালে ডালে যদি প্যাঁচা বসে থাকে তাহলে ময়না পাখি বসার জায়গা কোথায়
প্রসঙ্গত, ওপরে উল্লিখিত দেশ গুলি ছাড়াও লিশটেনস্টাইন, মার্শাল দ্বীপপুঞ্জ, মালদ্বীপ, সেন্ট কিটস অ্যান্ড নেভিস এবং মাল্টা নিজেদের আয়তনের জন্য প্রথম দশ ক্ষুদ্র দেশের তালিকায় ঢুকে পড়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।