আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতি নিয়ে অনিশ্চয়তা এবং ডলারের দরপতনের কারণে বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়েছে। বিনিয়োগকারীরা ঝুঁকিপূর্ণ সম্পদের পরিবর্তে নিরাপদ আশ্রয় হিসেবে স্বর্ণের দিকে ঝুঁকছেন।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (১ জুলাই) স্পট মার্কেটে স্বর্ণের দাম প্রতি আউন্সে শূন্য দশমিক ৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩,৩২২.৫৫ ডলারে। আর ফিউচার মার্কেটে স্বর্ণের দাম প্রতি আউন্সে বেড়েছে শূন্য দশমিক ৮ শতাংশ, যার বিক্রয়মূল্য ৩,৩৩৪.৮০ ডলার।
এ বিষয়ে এবিসি রিফাইনারির বৈশ্বিক বাজার প্রধান নিকোলাস ফ্র্যাপেল বলেন, “ডলার দুর্বল হচ্ছে। তার সঙ্গে যুক্ত হয়েছে ট্রাম্পের শুল্কনীতি নিয়ে অনিশ্চয়তা। এ দুই কারণেই স্বর্ণের চাহিদা বাড়ছে।”
এদিন ডলার সূচক শূন্য দশমিক ২ শতাংশ কমে যায়, যা তিন বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন। এর ফলে অন্যান্য মুদ্রার ক্রেতাদের জন্য স্বর্ণের দাম আরও সাশ্রয়ী হয়েছে। এদিকে সোমবার মার্কিন-জাপান বাণিজ্য আলোচনা ফলপ্রসূ না হওয়ায় ট্রাম্প হতাশা প্রকাশ করেছেন। ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট জানিয়েছেন, সমঝোতা না হলে ৯ জুলাই থেকে ১০-৫০ শতাংশ শুল্ক কার্যকর হবে। ট্রাম্প ইতোমধ্যেই ৯০ দিনের জন্য শুল্ক স্থগিত করেছিলেন, যা এখন শেষের পথে।
মুদ্রানীতি নিয়েও ফেডারেল রিজার্ভের ওপর চাপ বাড়াচ্ছেন ট্রাম্প। ফেড চেয়ারম্যান জেরোম পাওয়েলকে পাঠানো এক নোটে তিনি লিখেছেন, যুক্তরাষ্ট্রের সুদের হার জাপান (০.৫%) ও ডেনমার্কের (১.৭৫%) কাছাকাছি রাখা উচিত।
ফ্র্যাপেল আরও বলেন, “ট্রাম্পের সুদের হার কমানোর আহ্বানও বাজারে প্রভাব ফেলছে। তবে সুদের হার কমানো নিয়ে বাজার যতটা আশাবাদী, সেটি কিছুটা অবাক করার মতো।”
এদিকে বিনিয়োগকারীরা এই সপ্তাহে যুক্তরাষ্ট্রের শ্রমবাজার সম্পর্কিত একাধিক রিপোর্টের দিকে নজর রাখছেন। বৃহস্পতিবার সরকারি বেতন-ভাতা সংক্রান্ত তথ্য প্রকাশিত হবে, যা ফেডের সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে।
অন্য মূল্যবান ধাতুগুলোর মধ্যে মঙ্গলবার স্পট সিলভারের দাম শূন্য দশমিক ২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩৬.১৬ ডলারে। প্ল্যাটিনামের দাম অপরিবর্তিত রয়েছে ১,৩৫২.৪৯ ডলারে। প্যালাডিয়ামের দাম ১.৪ শতাংশ বেড়ে হয়েছে ১,১১৩.১৮ ডলার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।