বিশ্ববাজারে সোনার দামে সাময়িক পতন দেখা গেছে। মধ্যপ্রাচ্যে ভূরাজনৈতিক উত্তেজনা কিছুটা প্রশমিত হওয়ায় নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনার চাহিদায় চাপ তৈরি হয়েছে। আগের কয়েকটি সেশনে রেকর্ড উচ্চতায় পৌঁছানোর পর মুনাফা তুলে নেওয়ার প্রবণতায় বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল থেকে দুবাইসহ বৈশ্বিক বাজারে সোনার দাম কমতে শুরু করে।

দুবাই জুয়েলারি গ্রুপের তথ্যমতে, বৃহস্পতিবার সকালে ২৪ ক্যারেট সোনা গ্রামপ্রতি ৫৫৩ দিরহামে লেনদেন হয়েছে, যা আগের দিনের তুলনায় প্রায় ২ দিরহাম কম। একই সময়ে ২২ ক্যারেট সোনার দাম নেমে এসেছে গ্রামপ্রতি ৫১২.২৫ দিরহামে।
অন্যদিকে, ২১ ক্যারেট সোনা বিক্রি হয়েছে গ্রামপ্রতি ৪৯১ দিরহামে, ১৮ ক্যারেট ৪২১ দিরহাম এবং ১৪ ক্যারেট সোনা ৩২৮.২৫ দিরহাম দরে লেনদেন হয়েছে।
আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম ছিল আউন্সপ্রতি ৪,৫৯০ ডলার, যা সংযুক্ত আরব আমিরাতের সময় সকাল ৯টায় প্রায় শূন্য দশমিক ৮ শতাংশ কম ছিল। তবে বিশ্লেষকদের মতে, এই পতন সাময়িক; স্বর্ণের সামগ্রিক চাহিদা এখনো শক্ত অবস্থানে রয়েছে। উল্লেখ্য, বুধবার সোনার দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছিল।
সেঞ্চুরি ফাইন্যান্সিয়ালের প্রধান বিনিয়োগ কর্মকর্তা বিজয় ভালেচা বলেন, প্রত্যাশার চেয়ে কম মার্কিন মূল্যস্ফীতি তথ্য প্রকাশের ফলে চলতি বছর যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ দুই দফা সুদহার কমাতে পারে এমন প্রত্যাশা জোরদার হয়েছে। একই সঙ্গে ফেডের স্বাধীনতা নিয়ে উদ্বেগ এবং চেয়ারম্যান জেরোম পাওয়েলের বিরুদ্ধে সম্ভাব্য আইনি পদক্ষেপের খবরে ডলারের ওপর চাপ তৈরি হয়েছে।
তিনি আরও বলেন, ইরানে সহিংস বিক্ষোভ, ভেনেজুয়েলা ইস্যুতে যুক্তরাষ্ট্রের নতুন চাপ, তেহরান ঘিরে শুল্ক আরোপের হুমকি এবং ইউক্রেন যুদ্ধসহ বিভিন্ন বৈশ্বিক অনিশ্চয়তা এখনো বিদ্যমান। এসব কারণ দীর্ঘমেয়াদে স্বর্ণের চাহিদাকে শক্তিশালী করে রাখবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


