স্পোর্টস ডেক্স : চারদিকে গুঞ্জন! বাংলাদেশ দলের দুই তারকা ও ঘনিষ্ঠ বন্ধু সাকিব আল হাসান এবং তামিম ইকবালের মধ্যে দ্বন্দ্ব। আবার সে দ্বন্দ্বেরই জেরে নাকি বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ পড়েছেন ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। অবশ্য সেসব পুরোনো কথা।
নতুন খবর হলো বিশ্বকাপের আগেই এক হয়ে গেলেন দুই বন্ধু। বুধবার (৪ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিব আল হাসান ও তামিম ইকবালের একটি ছবি ভাইরাল হয়। যেখানে দেখা যায় দুইজন একে অপরের সঙ্গে হাত মেলাচ্ছেন।
মূলত মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান নগদের একটি বিজ্ঞাপনে জুটি বেধেছেন সাকিব ও তামিম। বিজ্ঞাপনে দেখা যায়, দুজন মিলে নিজেদের ফতুল্লা ম্যাচের স্মৃতিচারণ করছেন। যেখানে তারা দুজনেই যৌথভাবে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার গ্রহণ করেছিলেন। নিজেদের স্মৃতিচারণের এই আলাপ থেকেই আরও একবার দেশের স্বার্থে এক হবার প্রত্যয় শোনা যায় দুজনের কণ্ঠে।
উল্লেখ্য, বিশ্বকাপ স্কোয়াডে জায়গা না পাওয়া নিয়ে এক ভিডিও বার্তায় কথা বলেন তামিম ইকবাল। সাকিবকে নিয়ে সরাসরি কিছু না বললেও তামিমের মতে, তাকে মিডল অর্ডারে ব্যাট করতে বলায়-ই দল থেকে সরে গেছেন তিনি নিজেই।
এরপর সাকিবও এক সাক্ষাৎকারে তামিমের ব্যাটিং পজিশন পাল্টে খেলতে না চাওয়ার মানসিকতাকে ‘বাচ্চামো’ বলে উল্লেখ করেছেন। এছাড়া সাকিবের বিস্ফোরক কিছু মন্তব্যের পর থেকেই দেশের ক্রিকেট সমর্থকদের মধ্যে ফাটল তৈরি হয়েছে।
যদিও সবকিছু ছাপিয়ে বিশ্বকাপের স্বপ্ন ভুনছে টাইগাররা। আর তাদের শুভ কামনাও জানিয়েছেন তামিম।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।