ধর্ম ডেস্ক : গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নিচ্ছেন নারীরাও। ইতিমধ্যে তারা ময়দানের আশপাশে অবস্থান নিয়েছেন।
রোববার (২ ফেব্রুয়ারি) সকাল ৭টায় বিশ্ব ইজতেমার ময়দান ঘুরে এসব চিত্র দেখা গেছে।
নারায়াণগঞ্জ থেকে স্বামী, ছেলে ও ছেলের স্ত্রীকে নিয়ে আখেরি মোনাজাতে অংশ নিতে এসেছেন আকলিমা আক্তার। তিনি বলেন, গত রাত ১১টার দিকে তিনি ইজতেমা এলাকায় এসেছেন। ফ্লাইওভারের নিচে মহাসড়কের পাশে তিনি পরিবারের সদস্যদের নিয়ে অবস্থান নিয়েছেন। সেখান থেকেই আখেরি মোনাজাতে অংশ নেবেন।
লাখো মুসল্লির সাথে আল্লাহকে রাজিখুশি করতে ময়দানে এসেছেন কমলা বানু। তিনি বলেন, আল্লাহর কাছে চাইতে এসেছি। পাপের জন্য ক্ষমা চাইতে এসেছি, লাখ লাখ মানুষের মাঝে আল্লাহ হয়তো কারো উছিলায় আমার কথা শুনবেন।
তুরাগ তীরে বৃহস্পতিবার শুরু হওয়া মুসলিম উম্মাহর দ্বিতীয় বৃহত্তম জমায়েত বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ আজ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হচ্ছে। আখেরি মোনাজাত উপলক্ষ্যে ভোরের আলো ফুটতে না ফুটতেই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মুসল্লিদের ঢল নেমেছে। সবাই আখেরি মোনাজাতে অংশ নিতে রওনা দিয়েছেন। ভোগড়া বাইপাস থেকে ইজতেমা মাঠের দূরত্ব ১০ কিলোমিটার। এ পুরো জায়গা হেঁটেই মুসল্লিরা রওনা হয়েছেন ইজতেমা মাঠের উদ্দেশে আখেরি মোনাজাতে অংশ নিতে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।