বিশ্বজুড়ে তীব্র তাপপ্রবাহে নাজেহাল মানুষ। চলতি গ্রীষ্মের তাপমাত্রা একের পর এক রেকর্ড ভাঙছে।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, তুরস্কে এ বছর দেশটির ইতিহাসে সর্বোচ্চ ৫০ দশমিক ৫ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। শুষ্ক বাতাস ও ঝোড়ো হাওয়ার ফলে সৃষ্ট দাবানলে মৃত্যু হয়েছে ১৩ ফায়ারসার্ভিস কর্মীর। দাবানল ছড়িয়ে পড়েছে গ্রিসেও। এছাড়া যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলেও বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ।
তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত এশিয়া থেকে ইউরোপ ও যুক্তরাষ্ট্র। ইউরোপের পূর্বাঞ্চলে কয়েক সপ্তাহ ধরেই অব্যাহত রয়েছে রেকর্ড মাত্রার তাপদাহ। এর মধ্যে ভূমধ্যসাগরীয় অঞ্চল তুরস্কে রেকর্ড করা হয়েছে ৫০.৫ ডিগ্রি সেলসিয়াস, যা দেশটির ইতিহাসে সর্বোচ্চ। এর আগে গত বছর ৪৯.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।
তীব্র গরমে শুষ্ক বাতাস ও ঝোড়ো হাওয়ার ফলে তুরস্কের বেশকিছু অঞ্চলে ছড়িয়ে পড়েছে দাবানল। এতে ঘটেছে ১৩ ফায়ারসার্ভিস কর্মীর প্রাণহানির ঘটনাও। দেশটির দাবানল ছড়িয়েছে গ্রিসেও। ২৪ ঘণ্টায় দেশজুড়ে ৫২টি দাবানলের ঘটনা ঘটেছে, এর মধ্যে ৪৪টি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। বেশ কিছু অঞ্চল রেড ক্যাটাগরি ৫ এর আওতায় রয়েছে।
অন্যদিকে ইউরোপের পশ্চিমাঞ্চলের দেশগুলোতে দেখা মিলেছে স্বস্তির বৃষ্টি। স্পেনে কিছু এলাকায় ভারী বৃষ্টি ও ঝড়ের কারণে কমলা ও লাল সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া সংস্থা। ডেনমার্কেও এই সপ্তাহে ভারি বৃষ্টিপাত হয়েছে। এছাড়া বৃষ্টির দেখা মিলেছে যুক্তরাজ্য ও ফ্রান্সেও।
তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ওপর দিয়েও। শনিবার থেকে তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। অফিসের পূর্বাভাস অনুযায়ী, দিনের সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ২৯ ডিগ্রি সেলসিয়াস। জলবায়ু পরিবর্তনের ফলে এমন আবহাওয়া তারতম্যের ঘটনা ঘন ঘন হচ্ছে বলে দাবি বিশেষজ্ঞদের।
তীব্র তাপপ্রবাহে সতর্কতা জারি করা হয়েছে এশিয়ার দেশ দক্ষিণ কোরিয়াতে। দেশটিতে ৩৭.১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এই অবস্থায় দেশের জনগণকে বেশি বেশি পানি পান করতে এবং দিনের বেলা প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হওয়ার জন্য পরামর্শ দেয়া হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।