আন্তর্জাতিক ডেস্ক : ট্রাম্পের শুল্কনীতির প্রভাবে চাহিদা কমা ও বিশ্বব্যাপী মন্দার শঙ্কায় সোমবার বিশ্বের জ্বালানি তেলের বাজার ৪ বছরের মধ্যে সর্বনিম্নে চলে যায়। তবে পরের দিন মঙ্গলবার ফের উর্ধ্বমুখী তেলের দাম।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, এদিন দাম বেড়েছে এক শতাংশেরও বেশি। অপরিশোধিত তেলের দাম ১ দশমিক ২৬ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি দাঁড়িয়েছে ৬৫ ডলার ০২ সেন্টে। আর মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট অপরিশোধিত তেলের দাম দেড় শতাংশ বেড়ে প্রতি ব্যারেল দাঁড়িয়েছে ৬১ ডলার ৬১ সেন্টে।
তবে মে মাসে সরবরাহ করতে যাওয়া তেলের দাম ব্যারেলপ্রতি ২ ডলার ৩০ সেন্ট কমিয়ে ১ ডলার ২০ সেন্টে নামিয়ে এনেছে সৌদি আরবের প্রতিষ্ঠান আরামকো। পাশাপাশি এশিয়ায় বিক্রি করা অন্যান্য গ্রেডের তেলের দামও কমানো হয়েছে।
এদিকে, তেলের পাশাপাশি ঊর্ধ্বমুখী প্রাকৃতিক গ্যাসের দামও। মঙ্গলবার প্রায় ১ শতাংশ দাম বেড়ে প্রতি মিলিয়ন ঘনফুট এর দাম দাঁড়িয়েছে ৩ ডলার ৬৭ সেন্টে। এর আগে বৈশ্বিক মন্দার শঙ্কায় প্রাকৃতিক গ্যাসের দাম ৭ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে নেমে যায়।
বাড়ছে কয়লার দামও। প্রতি টনের দাম দশমিক ৫২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৯৭ ডলার ৫৭ সেন্টে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।