বিশ্ববাজারে স্বর্ণের ঝলক ম্লান হয়ে আসছে। শক্তিশালী ডলারের অবস্থানের কারণে মূল্যবান ধাতুটির দাম নেমেছে নিচে। বাজার বিশ্লেষকদের ধারণা, যদি ফেড প্রধান জেরোম পাউয়েলের বক্তব্যে শিথিল নীতির ইঙ্গিত মেলে, ডলার দুর্বল হতে পারে আর সোনা আবারও আগের দামে ফিরে যেতে পারে। খবর আরব নিউজ
সৌদি আরবের স্থানীয় সময় শুক্রবার (২২ আগস্ট) সকাল ৯টা ৭ মিনিটে স্পট গোল্ড ০.৩ শতাংশ কমে প্রতি আউন্সে ৩ হাজার ৩২৯.১৯ ডলারে নেমে আসে। ডিসেম্বরে সরবরাহযোগ্য মার্কিন ফিউচার্সও একই হারে কমে দাঁড়ায় ৩ হাজার ৩৭২.১০ ডলারে।
ডলার সূচক দুই সপ্তাহের সর্বোচ্চ অবস্থানে থাকায় বিদেশি ক্রেতাদের কাছে স্বর্ণের কিছুটা অনাকর্ষণীয় হয়ে উঠেছে।
ফেড কর্মকর্তারা বৃহস্পতিবার (২১ আগস্ট) ইঙ্গিত দিয়েছেন, আগামী মাসে সুদের হার কমানোর বিষয়ে তারা এখনো দ্বিধায় আছেন। তবে বাজার বিশ্লেষকরা মনে করছেন, যদি পাউয়েলের বক্তব্যে শিথিল নীতির আভাস মেলে, ডলার দুর্বল হতে পারে এবং সোনার দাম আবার বাড়তে পারে।
সিএমই’র ফেডওয়াচ টুল বলছে, আগামী মাসে এক চতুর্থাংশ পয়েন্ট সুদহার কমার সম্ভাবনা প্রায় ৭৫ শতাংশ।
সাম্প্রতিক শ্রমবাজারের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে নতুন বেকার ভাতার আবেদন গত সপ্তাহে প্রায় তিন মাসের মধ্যে সবচেয়ে বেশি বেড়েছে। এর আগের সপ্তাহে দাবি পৌঁছেছিল চার বছরের সর্বোচ্চ পর্যায়ে।
এমন অবস্থায় ফেডের জন্য চ্যালেঞ্জ হলো- শ্রমবাজার দুর্বল হচ্ছে ঠিকই, তবে মুদ্রাস্ফীতি এখনো ২ শতাংশ লক্ষ্যমাত্রার ওপরে রয়েছে। ট্রাম্প প্রশাসনের শুল্ক বৃদ্ধির কারণে তা আরও বাড়তে পারে।
এদিকে শান্তি চুক্তির প্রেক্ষাপটে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাবি করেছেন, ইউক্রেনকে পুরো দনবাস অঞ্চল ছাড়তে হবে, ন্যাটোতে যোগদানের আকাঙ্ক্ষা ত্যাগ করতে হবে, নিরপেক্ষ থাকতে হবে এবং দেশ থেকে পশ্চিমা সেনাদের দূরে রাখতে হবে।
আরও পড়ুন: ডিএসইতে বাজার মূলধন কমল সাড়ে তিন হাজার কোটি টাকা
শুক্রবার স্পট সিলভার ০.৪ শতাংশ কমে দাঁড়ায় প্রতি আউন্সে ৩৮.০১ ডলারে। প্লাটিনাম ০.৬ শতাংশ কমে ১ হাজার ৩৪৫.০৬ ডলারে নেমেছে। তবে প্যালাডিয়াম ০.২ শতাংশ বেড়ে ১ হাজার ১১৩.১৯ ডলারে লেনদেন হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।