বিনোদন ডেস্ক : জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স (সাবেক টুইটার) এবং এক্স প্রো ব্যবহারকারীরা বিশ্বব্যাপী বিভ্রাটের শিকার হয়েছে বলে জানিয়েছে ডাউনডিটেক্টর ডটকম। খবর রয়টার্সের
বার্তা সংস্থা রয়টর্সের প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার বিশ্বজুড়ে ব্যবহারকারীরা অ্যাপটিতে লোডিং সমস্যার সম্মুখীন হয়েছে, যেখানে একটি বার্তা ছিল ‘পোস্টের জন্য অপেক্ষা করুন’।
ডাউনডিটেক্টর (এমন একটি ওয়বসাইট যেটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর বিভ্যাটের স্ট্যাটাস রিপোর্ট প্রকাশ করে) ডেটা অনুসারে, যুক্তরাষ্ট্রে ৪৭ হাজারে বেশি ব্যবহারকারী এক্স এবং এক্স প্রো-তে অ্যাক্সেসের সমস্যার মুখোমুখি হয়েছেন।
উল্লেখ্য, ২০২২ সালের এপ্রিলে ৪ হাজার ৪০০ কোটি মার্কিন ডলারে মাইক্রো ব্লগিং সাইট টুইটারকে কিনে নেন বিশ্বের শীর্ষ ধনী এবং যুক্তরাষ্ট্রের গাড়িনির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক। চলতি বছর টুইটারের নাম বদলে ‘এক্স’ রাখেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।