আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বব্যাপী সুইফ্ট পেমেন্ট সিস্টেমের বিকল্প হিসেবে রাশিয়া চালু করা এসপিএফএস সিস্টেমে বর্তমানে ২৪টি দেশের ১৭৭টি আর্থিক প্রতিষ্ঠান যুক্ত হয়েছে। রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের জাতীয় পেমেন্ট সিস্টেম বিভাগের প্রধান আল্লা বাকিনা বুধবার (২ এপ্রিল) রুশ পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমায় এ তথ্য জানিয়েছেন। মিডলইস্ট মনিটরের এক প্রতিবেদনে এ খবর প্রকাশিত হয়েছে।
বাকিনা জানান, চলমান বৈশ্বিক পরিস্থিতি সত্ত্বেও বিভিন্ন দেশ রাশিয়ার এসপিএফএস সিস্টেমে আগ্রহ দেখাচ্ছে। চলতি বছরেই চারটি নতুন দেশের ১৮টি আর্থিক প্রতিষ্ঠান এ সিস্টেমে যুক্ত হয়েছে। ফলে এসপিএফএস ব্যবহারকারী দেশের সংখ্যা ২৪টিতে উন্নীত হয়েছে এবং মোট অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭৭টিতে।
কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তা বাকিনা দাবি করেছেন, এসপিএফএস ব্যাংকগুলোর মধ্যে ‘সুরক্ষিত ও গোপনীয়’ লেনদেন নিশ্চিত করতে সক্ষম। তবে কোন কোন দেশ এই সিস্টেম ব্যবহার করছে সে বিষয়ে বিস্তারিত তিনি কিছু জানাননি।
উল্লেখ্য, ২০১৪ সালে ক্রিমিয়া সংকটের পর বেশ কয়েকটি রাশিয়ান ব্যাংককে সুইফ্ট সিস্টেম থেকে বাদ দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে মস্কো নিজস্ব এসপিএফএস পেমেন্ট সিস্টেম তৈরি করে, যা ২০১৭ সালের ডিসেম্বরে আনুষ্ঠানিকভাবে চালু হয়। ইউক্রেন যুদ্ধ শুরুর পর পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে রাশিয়ার ব্যাংকগুলো সুইফ্ট থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হওয়ার ঝুঁকিতে পড়ে। এই প্রেক্ষাপটে মস্কো এসপিএফএস সিস্টেমের ব্যবহার বাড়ানোর চেষ্টা করছে।
বাণিজ্য বিশেষজ্ঞদের মতে, চীন, ভারত, ইরানসহ ব্রিকসভুক্ত দেশগুলো এই সিস্টেমে আগ্রহ দেখালেও সুইফটের তুলনায় এসপিএফএসের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা এখনও সীমিত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।